ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::

রাণীশংকৈলে ফুলের পসরা সাজিয়ে বসে আছেন ব্যবসায়ীরা

বসন্ত বরণ ও ভালোবাসা দিবস ফুলের ব্যবসায়ীদের ব্যস্থাতা বেড়েছে, সারা বছর অল্পস্বল্প বিক্রি হলেও এই দুই দিন বেশী পরিমাণে ফুল বিক্রি করবেন এমনটাই আশা করছেন।
দোকানের ফুলদানিতে ফুলে ক্যাপ পরিয়ে রেখেছেন, ভালোবাসা দিবসের দিন ক্যাপ খুলে বিক্রি করবেন এছাড়াও সামনে ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস ।এই বিশেষ দিনগুলোকে ঘিরে রাণীশংকৈলে ফুলের চাহিদা বেড়ে গেছে কয়েকগুণ ।
আজ দুপুরে রাণীশংকৈল উপজেলা শহরের ফুল বিক্রির দোকানে গিয়ে দেখা গেছে ব্যবসায়ীদের ব্যস্ততা, লাল গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, কসমস,গ্লাডিওলাস, জারবেরা,জিপসি, কামিনী পাতা, ডালিয়া, টিউলিপ, কালো গোলাপ, গাজানিয়া,চন্দ্রমল্লিকা, সহ বিভিন্ন ফুলের পসার সাজিয়ে বসে আছেন।

কাজিমুল ভিডিও এন্ড ফুল কর্ণারের সত্তা অধিকারী কাজিমুল এ প্রতিবেদক কে জানায়, সারা বছর টুকটাক ব্যবসা চললেও জমজমাট হয় পয়লা ফাল্গুন ও ভালবাসা দিবসে। গোলাপ ৪০ থেকে ১০০ টাকায় বিক্রি করি, আমাদের এলাকায় বানিজ্যিক ভাবে ফলের চাষ না হওয়ার, যশোর থেকে ফুল আনতে হয়, তাই খরচ একটু বেশি।
আগে তেমন ফুলের কদর ছিল না সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে সর্বত্রই ফুলের কদর বেড়েছে।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ বছর পূর্তীতে বিজয় মাহমুদের ফ্রী কোরআন শিক্ষার আসর

রাণীশংকৈলে ফুলের পসরা সাজিয়ে বসে আছেন ব্যবসায়ীরা

আপডেট টাইম : ০৩:০২:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

বসন্ত বরণ ও ভালোবাসা দিবস ফুলের ব্যবসায়ীদের ব্যস্থাতা বেড়েছে, সারা বছর অল্পস্বল্প বিক্রি হলেও এই দুই দিন বেশী পরিমাণে ফুল বিক্রি করবেন এমনটাই আশা করছেন।
দোকানের ফুলদানিতে ফুলে ক্যাপ পরিয়ে রেখেছেন, ভালোবাসা দিবসের দিন ক্যাপ খুলে বিক্রি করবেন এছাড়াও সামনে ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস ।এই বিশেষ দিনগুলোকে ঘিরে রাণীশংকৈলে ফুলের চাহিদা বেড়ে গেছে কয়েকগুণ ।
আজ দুপুরে রাণীশংকৈল উপজেলা শহরের ফুল বিক্রির দোকানে গিয়ে দেখা গেছে ব্যবসায়ীদের ব্যস্ততা, লাল গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, কসমস,গ্লাডিওলাস, জারবেরা,জিপসি, কামিনী পাতা, ডালিয়া, টিউলিপ, কালো গোলাপ, গাজানিয়া,চন্দ্রমল্লিকা, সহ বিভিন্ন ফুলের পসার সাজিয়ে বসে আছেন।

কাজিমুল ভিডিও এন্ড ফুল কর্ণারের সত্তা অধিকারী কাজিমুল এ প্রতিবেদক কে জানায়, সারা বছর টুকটাক ব্যবসা চললেও জমজমাট হয় পয়লা ফাল্গুন ও ভালবাসা দিবসে। গোলাপ ৪০ থেকে ১০০ টাকায় বিক্রি করি, আমাদের এলাকায় বানিজ্যিক ভাবে ফলের চাষ না হওয়ার, যশোর থেকে ফুল আনতে হয়, তাই খরচ একটু বেশি।
আগে তেমন ফুলের কদর ছিল না সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে সর্বত্রই ফুলের কদর বেড়েছে।