জামালপুর অর্থনীতির চাকা গতিশীল, কৃষি ও ব্যবসা বানিজ্যে নবজাগরন
- আপডেট টাইম : ০৬:৪৪:৪৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
- / ৭৮ ৫০০০.০ বার পাঠক
হাসান জামালপুরঃ শীত যতই তীব্রতর হোক না কেন জামালপুর জেলায় অর্থনীতির চাকা থেমে নেই। ভোর থেকে শুরু হয় সাধারন মানুষের কর্ম ব্যস্ততা। গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সব খানেই অর্থনৈতিক প্রান চাঞ্চলতা। কৃষি ও ব্যবসা বানিজ্যে শুরু হয়েছে নব জাগরন। ফলে জেলার অর্থনীতির চাকা ক্রমশঃ গতিশীল হয়ে উঠছে।
জানা যায় সদর উপজেলায় চলতি ইরি বোরো মৌসুম কে ঘিরে কৃষকরা কৃষি শিল্প কে এগিয়ে নিচ্ছে। এ শিল্প কে এগিয়ে নেয়ার জন্য জেলা কৃষি বিভাগ ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। এক ইঞ্চি জমি খালি থাকবে না সর্বত্র ধান চাষ করা হবে। বিশেষ করে উচ্চ ফলন শীল ধান চাষ করা হবে। যাতে স্বল্প জমিতে বেশি ফলন হয়। এতে কৃষকদের আগ্রহ ব্যাপক। এ দিকে শীতকালীন নানা সবজি বিক্রি করে কৃষকদের হতে বেশ টাকা রয়েছে। ঐ টাকা দিয়ে চলতি ইরি বোরো মৌসুম বাস্তবায়ন করবে। লক্ষীরচর গ্রামের কৃষক হাতেম (৪০) এ প্রতিবেদক কে বলেন, কৃষি বিভাগের পরামর্শে আমরা কার্যক্রম করছি। আশা করছি প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবারও বাম্পার ফলন হবে।
এ ছাড়া মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় কৃষি শিল্প ব্যাপক গতিতে এগিয়ে চলছে। তারা মাঠ থাকায় কৃষকরা অতি আনন্দের মাঝে চলতি। ইরি বোরো মৌসুমে জমিতে চারা রোপন করছে। অন্য দিকে ব্যবসা বানিজ্যে ফিরে এসেছে চাঙ্গা ভাব। মন্দা কাটিয়ে উঠে ব্যবসায়ীরাও লাভবান হচ্ছে। সব মিলিয়ে অর্থনীতির চাকা গতিশীল হয়ে উঠেছে।