বাগেরহাট ০৩ আসনে বিপুল ভোটে বেগম হাবিবুন নাহার বিজয়ী
- আপডেট টাইম : ০৩:১৪:১২ পূর্বাহ্ণ, সোমবার, ৮ জানুয়ারি ২০২৪
- / ১১৯ ৫০০০.০ বার পাঠক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-০৩ (মোংলা -রামপাল) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিক নিয়ে ৮৪ হাজার ৩শ ৭২ ভোট পেয়ে সরকারি ফলাফল অনুযায়ী ৪র্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বেগম হাবিবুন নাহার। এ লক্ষে রবিবার ৭ (জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে মোংলা -রামপালের ৯৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট -০৩ আসনে কোন ধরনের সহিংসতা ছাড়াই নির্বিঘ্নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সকাল থেকে আনন্দ মুখর এবং সুশৃঙ্খল পরিবেশে ভোটের শেষ সময় পর্যন্ত ভোটাররা তাদের ভোট প্রদান করেন। জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য মতে বাগেরহাট -৩ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৭টি। বাগেরহাট -৩(মোংলা-রামপাল) আসনে সব কয়টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে (নৌকা) ৮৪ হাজার ৩শ ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী আলহাজ্ব ইদ্রিস আলী ইজারাদার ঈগল প্রতিক নিয়ে ৫৮ হাজার ৪শ ৬৪ টি ভোট পেয়েছেন। এ আসনে মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করে নৌকা জয়ী হয়েছেন।