শেষ প্রহরে বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী শম্ভুর ম্যজিকে দিশেহারা আওয়ামী লীগের স্বতন্ত্র তিন প্রার্থী
- আপডেট টাইম : ০৭:৪১:০৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ জানুয়ারি ২০২৪
- / ১১৬ ৫০০০.০ বার পাঠক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা সংশয় শঙ্কা ও প্রশ্ন থাকলেও বরগুনা -১ আসনে বইছে নির্বাচনী হাওয়া।
মাঠ জরিপে নৌকার প্রার্থী এগিয়ে, কিন্তু স্বতন্ত্র তিন প্রার্থী নীরবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী , সপ্তম বারের বরগুনা -১ আসনের নৌকার মনোনীত প্রার্থী এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নেতৃত্বে নৌকার প্রচার-প্রচারণা ও গণসংযোগে বরগুনা সদর, আমতলী, তালতলী পুরো নির্বাচনী মাঠ শেষ প্রহরে সরগরম হয়ে ওঠেছে। তার নেতৃত্বে এখানকার আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের দলগুলোর নেতাকর্মীরা নৌকার পক্ষে আটঘাট বেঁধে প্রচারণায় নেমে পড়েছেন। প্রচারণায় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের লোকজনকেও দেখা গেছে।
এখানকার আওয়ামী লীগকে বিপর্যয়ে ফেলার ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দিতে সোচ্চার হয়ে উঠেছে সর্বস্তরের নেতাকর্মী। নেতাকর্মীরা বলছেন,আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রচার-প্রচারণায় এগিয়ে থাকলেও সতন্ত্র প্রার্থী শুধু নালিশে ব্যস্ত বলে অভিযোগ স্থানীয়দের। যতোই ষড়যন্ত্র করুক না কেনো নৌকা মার্কার প্রার্থী এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে দমিয়ে রাখা যাবে না।
এ ছাড়াও নেতাকর্মী ও সমর্থকরা আলাদা আলাদা ভাগ হয়ে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি নৌকার প্রচারণায় বিরামহীন কাজ করছেন। তারা এলাকার মানুষ জনের সাথে ওঠান বৈঠকে মিলিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের যুগান্তকারী উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন আর নৌকা মার্কায় ভোট চাচ্ছেন।