মোংলায় নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিক দায়িত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৮:০৬:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ১০০ ৫০০০.০ বার পাঠক
মোংলায় পিস ফ্যাসিলিটেটর(পিএফজি) গ্রুপের আয়োজনে (৯ ই ডিসেম্বর শনিবার) মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিক দায়িত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম হোসেন, মোংলা প্রেস ক্লাবের বার বার সভাপতি মো: আহসান হাবিব হাসান, মোংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এইচ এম দুলাল, বাংলাদেশ হাঙ্গার প্রজেক্ট এর spl প্রকল্প, জেলা সমন্বয়কারী সুকমল মন্ডল, প্রশিক্ষক সুখময় পাল, ymo মুস্তাহিদ ইসলাম, রিক্সা, ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা একে অপরের প্রতি ভালো আচরণ করবো। একে অপরের প্রতি হিংসাত্মক বক্তব্য, হিংসাত্মক পোস্ট,খারাপ আচরণ না করলে নির্বাচনে সহিংসতা কমে আসবে। উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সুশীল সমাজ, শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন ধরনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।