সংবাদ শিরোনাম ::
কোস্টগার্ড কর্তৃক সাগরে ভাসতে থাকা ০৪ জন জেলেকে জীবিত উদ্ধার
ওমর ফারুক
- আপডেট টাইম : ১১:৫৩:২০ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / ১৩৬ ৫০০০.০ বার পাঠক
রবিবার সকাল ০৭ টায় কোস্টগার্ড আউট পোস্ট কচিখালী টহল চলাকালীন কটকা সংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় একটি ফিশিং বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসতে দেখে। কোস্টগার্ড টহল দল ভাসতে থাকা বোটের কাছাকাছি পৌছালে জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করে। পরবর্তীতে কোস্ট গার্ড টহল দল উক্ত বোটটির নিকট গমন করে এবং ০৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে। পরে কোস্টগার্ড কর্তৃক তাদেরকে প্রাথমিক চিকিৎসা এবং শুকনো খাবার প্রদান করা হয়। পরবর্তীতে জেলেদের বিকল হওয়া বোট সহ কোস্ট গার্ড আউট পোস্ট কচিখালী নিয়ে আসে। জেলেরা জানায়, তারা গত ১৬ নভেম্বর ২০২৩ মাছ ধরার উদ্দেশ্যে বাগেরহাট জেলার রায়েন্দা এলাকা থেকে সমূদ্রে গমন করে এবং গত ০৩ দিন যাবৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। উদ্ধারকৃত জেলেরা সকলেই বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
আরো খবর.......