ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের আজমিরীগঞ্জ নোয়াগড় গ্রামে কোটি টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক আহত।। সেনাবাহিনীর হাতে ১১ জন আটক ভৈরবে রেলওয়ে থানা পুলিশের হাতে মাদক দ্রব্য গাঁজাসহ হিজরা গ্রেফতার পীরগঞ্জে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ধুলাউড়ি বাজারে শুরু হয়েছে পাঁচটি সেলুন পাঠাগার সুন্দরবনের খালে কাঁকড়া ধরায় চাঁদা দাবি। চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ ডাকাত তরিকুলের বিরুদ্ধে আইনজীবী হত্যার নিউজে পুলিশের বক্তব্য নেয়নি রয়টার্স আজমিরীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে একটি মাটি ভর্তি ট্রাকটর আটক আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সরকারি জায়গা দখল মুক্ত করে উপজেলা প্রশাসন ইসকন নিষিদ্ধের দাবি জানালো হেফাজতে ইসলাম পৃথক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল রিমান্ডে

নির্বাচনের পরিবেশ ছাড়াই নির্বাচনের তফসিল, ইবি জিয়া পরিষদের উদ্বেগ

ইবি প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : ০৫:১৩:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / ১০৫ ৫০০০.০ বার পাঠক

চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই কোন রূপ সমঝোতা ও ন্যূনতম নির্বাচনের পরিবেশ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক ড. মো: আব্দুস সামাদ এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন যাবৎ দেশের প্রধান বিরোধীদল বিএনপিসহ অন্যান্য দলগুলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে আন্দোলনরত। মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন গণতান্ত্রিক দেশ অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিচ্ছেন। সংকট নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এ বিষয়ে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলকে শর্তহীন সংলাপের জন্য আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন।

ইবি জিয়া পরিষদ মনে করে, বর্তমানে দেশে কোনভাবেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তথা লেভেল প্লেয়িং ফিল্ড নাই। দেশের বিরোধীদলীয় জাতীয় এবং স্থানীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তারের মাধ্যমে কারাগারে রেখে, জনগণ ও বিরোধীদলের দাবী এবং গণতান্ত্রিক বিশ্বের পরামর্শ উপেক্ষা করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণা করা এবং একতরফা নির্বাচনের আয়োজন / নির্বাচন দেশকে চরম ক্ষতির দিকে ঠেলে দিবে। অতএব, সংলাপ ও সমঝোতার মাধ্যমে নির্বাচনের ন্যূনতম পরিবেশ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণা দেশ ও জাতির জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাই, জনগণের মনের কথা বুঝে একতরফা নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিয়ে প্রয়োজনে তফসিল স্থগিত করে হলেও দেশ ও জাতিকে চরম এই সংকট থেকে রক্ষা করুন। সরকারকে আমরা আহ্বান জানাই, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিরোধীদলের গণ-দাবী এবং গণতান্ত্রিক বিশ্বের পরামর্শ গ্রহণ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা অতি সত্বর গ্রহণ করুন।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবন থেকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সিইসি তার বক্তব্যে সংবিধান ও আইনের আলোকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকার বিষয়টিও এ সময় উল্লেখ করেন। ইসি ঘোষিত এই তফসিলকে তাৎক্ষণিক স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। তবে বিএনপি প্রত্যাখ্যান করেছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনের পরিবেশ ছাড়াই নির্বাচনের তফসিল, ইবি জিয়া পরিষদের উদ্বেগ

আপডেট টাইম : ০৫:১৩:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই কোন রূপ সমঝোতা ও ন্যূনতম নির্বাচনের পরিবেশ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক ড. মো: আব্দুস সামাদ এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন যাবৎ দেশের প্রধান বিরোধীদল বিএনপিসহ অন্যান্য দলগুলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে আন্দোলনরত। মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন গণতান্ত্রিক দেশ অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিচ্ছেন। সংকট নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এ বিষয়ে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলকে শর্তহীন সংলাপের জন্য আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন।

ইবি জিয়া পরিষদ মনে করে, বর্তমানে দেশে কোনভাবেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তথা লেভেল প্লেয়িং ফিল্ড নাই। দেশের বিরোধীদলীয় জাতীয় এবং স্থানীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তারের মাধ্যমে কারাগারে রেখে, জনগণ ও বিরোধীদলের দাবী এবং গণতান্ত্রিক বিশ্বের পরামর্শ উপেক্ষা করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণা করা এবং একতরফা নির্বাচনের আয়োজন / নির্বাচন দেশকে চরম ক্ষতির দিকে ঠেলে দিবে। অতএব, সংলাপ ও সমঝোতার মাধ্যমে নির্বাচনের ন্যূনতম পরিবেশ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণা দেশ ও জাতির জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাই, জনগণের মনের কথা বুঝে একতরফা নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিয়ে প্রয়োজনে তফসিল স্থগিত করে হলেও দেশ ও জাতিকে চরম এই সংকট থেকে রক্ষা করুন। সরকারকে আমরা আহ্বান জানাই, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিরোধীদলের গণ-দাবী এবং গণতান্ত্রিক বিশ্বের পরামর্শ গ্রহণ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা অতি সত্বর গ্রহণ করুন।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবন থেকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সিইসি তার বক্তব্যে সংবিধান ও আইনের আলোকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকার বিষয়টিও এ সময় উল্লেখ করেন। ইসি ঘোষিত এই তফসিলকে তাৎক্ষণিক স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। তবে বিএনপি প্রত্যাখ্যান করেছে।