পাথরঘাটায় ভুয়া স্বাক্ষরিত পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন
- আপডেট টাইম : ১০:৪৬:১৩ পূর্বাহ্ণ, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ২০২ ৫০০০.০ বার পাঠক
বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান রূপক এর নামে জাল স্বাক্ষর করা মিথ্যা-বানোয়াট পদত্যাগপত্র ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেন। বুধবার ( ৮ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গত ২৬ অক্টোবর ২০২৩ তারিখের স্বাক্ষরিত পদত্যাগপত্রটি মঙ্গলবার ৭ নভেম্বর সন্ধ্যার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইনের বিভিন্ন মাধ্যমে হঠাৎ ভাইরাল হয়, এতে আওয়ামী লীগ সহ সাধারণ জনগনের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। উল্লেখ্য পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তিন জন। ১. মিজানুর রহমান রূপক, ২. শ্রী গৌতম শাহা, ৩. চরদুয়ানী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল। এর মধ্যে রায়হানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান রূপক এর নামে এমন গুঞ্জন ওঠে।
সংবাদ সম্মেলনে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১ নং রায়হানপুর ইউনিয়নের নৌকা মনোনীত সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান রূপক বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা, কে বা কাহারা আমার নামে ষড়যন্ত্রমুলক ভুয়া পদত্যাগপত্র তৈরী করে তাতে আমার স্বাক্ষর জাল করে এমন গুজব ছড়িয়েছে, তিনি আরো বলেন আমি ছাত্র জীবন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলাম এবং পূর্বে কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। হয় তো চলমান রাজনৈতিক ফায়দা নিতে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার জন্যই কোন কুচক্রীমহল এমন জঘন্য কাজ করেছে, এমন বানোয়াট পদত্যাগপত্র ছড়ানোর সাথে সাথেই আমি পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরী করেছি যার নং ৩৩৮, যারা এ কাজ করেছে তাদের প্রতি নিন্দা জানাই।