ভৈরবে মালবাহী ট্রেনের সাথে ঢাকাগামী এগারো সিন্ধুর ট্রেনে ভয়াবহ দূর্ঘটনা ঘটে গিয়েছে।
- আপডেট টাইম : ০৫:০১:৪৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ১৯৫ ৫০০০.০ বার পাঠক
আজ বিকাল ৩ ৩০মিঃ সময় ২৩/১০/২০২৩ইং ইতিমধ্যে ১৭ জন মারা গিয়েছে এবং অনেকেই আহতদের কে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ট্রেনের নিচে চাপা পড়ে আছে। এগারো সিন্ধুর ট্রেনে ৩টি বগি লাইনচ্যুত ঢাকার উদ্দেশ্যে রওনা ও মালবাহী ট্রেন ভৈরবের উদ্দেশ্য আসার সময় মালবাহী ট্রেনে এগারো সিন্ধুর ট্রেনের উপরে উঠে গেল এই এক্সিডেন্ট হয়।
ভৈরব ট্রেন দুর্ঘটনায় দুই টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
একটি চট্টগ্রাম থেকে আরো একটি ঢাকা থেকে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে সংস্থাটির সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার বলেন, আহতের সংখ্যা শতাধিক হতে পারে বলে তারা ধারণা করছেন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহম্মেদ বলেন, এখন পযন্ত ১৭জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া ৭০ জন রোগী এসেছে। এর মধ্যে ২১ জনকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমান ঔষধ রয়েছে। চিকিৎসার জন্য প্রয়োজন জিনিস পত্রেরও সংকট নেই।