ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উদযাপন
- আপডেট টাইম : ০৭:০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ৮৬ ৫০০০.০ বার পাঠক
আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় সড়ক দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তাসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, নিরাপদ সড়ক দিবস পালন, আলোচনা এগুলো আমরা যতই পালন করি এটা ততক্ষন বাস্তবায়ন হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ সচেতন না হয়। অনেক গাড়িচালক আছেন যারা এদিক ওদিক না তাকিয়ে তার নিজের মতো গাড়ি চালায়। বাংলাদেশ সরকার গত ১৮ অক্টোবর থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৫ লক্ষ টাকা ও গুরুতর আহতদের ৩ লক্ষ টাকা অনুদান দিচ্ছে। সরকারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সড়কে চলাচলে আমাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।