ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
টাংগাইল জেলা গোপালপুর উপজেলার চন্দ গ্রামের শাজাহান আলী মেয়ে কামরুনাহার সিমা আত্তার মনোহরদীতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রি করায় ঔষধ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান লায়লা ও বাব্বির মিউজিক ভিডিও প্রেম করিবো সুজন চিনে নওগাঁ আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাতি চক্রের অন্যতম সদস্য তারেক হাসান আটক রায়পুরে ভোটারদের সাথে মতবিনিময় সভা বাবাদের কে উৎসর্গ করে নাইম মুর্তজার নতুন গান খোকা পীরগন্জ সরকারি কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জৈবসার প্রয়োগ করে জামালপুরে চিচিংগার বাম্পার ফলন বড় ভাইয়ের শাশুড়িকে ধর্ষণ কিশোরগঞ্জ জেলার ৬ষ্ঠ ধাপে করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওলাদের প্রত্যাহার

আজমিরীগঞ্জে টানা বৃষ্টিতে রূপা আমন ধান গাছ তলি যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও মৎস্যজীবীরা

আজমিরীগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে কৃষকের রূপা আমন ধান গাছ ও মাছ চাষকৃত বিভিন্ন জলাশয় । এতে অনেক পরিচিত কৃষকরা জানান ঋণ করে, আবার কেউ ধার করে জমি রোপন করেছেন ও মাছ চাষাবাদ করছে বড় আশা প্রত্যাশা নিয়ে।

টানা বৃষ্টিতে কৃষকের মুখে হাসি নেই।
হতাশায় নিমজ্জিত কৃষকগণ। সরজমিনে গিয়ে দেখা আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়ন ২নং বদলপুর ইউনিয়ন ৫নং শিবপাশা ইউনিয়ন ১নং সদর ইউনিয়ন ও ৪নং কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর হাওরের অধিকাংশ রূপা আমন ধানের জমি তলিয়ে গেছে।
এর মধ্যে বেশি ক্ষতির মুখে ৩নং জলসুখা ২নং বদলপুর ইউনিয়নের কৃষকের সঙ্গে আলাপ করে জানা যায়
কৃষক জানান,দুই দিনের বৃষ্টিতে সব তলিয়ে গেছে এবং হাওরের মাছে ধানের চারা খাওয়া শুরু করে দিছে,অপর এক কৃষক জানান, ১০দিন আগে ধানের চারা রোপন করেছি। চানপুর হাওরে সব তলিয়ে গেছে এখন চানপুর হাওরে বৃষ্টির পানি ঢেউ খেলে। তিনি বলেন, আমার কষ্টের টাকা আর দিনরাতের পরিশ্রম এখন বৃষ্টির পানিতে ভেসে গেছে।
আমার অধিকাংশ জমি পানির নিচে । বৃষ্টি যদি না কমে বাকি জমি গুলো ও পানির নিচে চলে যাবে। অনেক কৃষক পথে বসে যাবে
অনেক টাকা ঋণ ও ধার এনেছি। এখন আমি ও নিরুপায়। নোয়গড় গ্রামের এক কৃষক জানান, আমাদের গ্রামের কয়েকশত একর জমি সব তলিয়ে গেছে।
অনেক কৃষক পথে বসে যাবে।বদলপুর ইউনিয়নের বলদী গ্রামের কৃষক ধীরেশ দাস জানান, আমি ৩০ খের জমি করছি সব বৃষ্টি পানিতে তলিয়ে গেছে। কৃষক সুধীর দাশ,হীরেন্দ্র দাশ জানান ঋণ করে যে জমি করছি সব বৃষ্টি পানিতে তলিয়ে গেছে, মৎস্যচাষী আকাশ তালুকদার জানান, এবছর ১ম বারের মতো মাছ চাষাবাদ করছি কিন্তু বৃষ্টি পানিতে পুকুর ডুবে সব মাছ হাওরে চলে গেছে।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চলতি মৌসুমে উপজেলায় আমনের ৭ হাজার ৮ শত ১০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন হাওরে প্রায় ৩২শত ১০ হেক্টর রোপা আমন ধানের জমি তলিয়ে গেছে। আজ বিভিন্ন জায়গা থেকে খবর আসছে বৃষ্টি থেমেছে পানি কমতির দিকে।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাংগাইল জেলা গোপালপুর উপজেলার চন্দ গ্রামের শাজাহান আলী মেয়ে কামরুনাহার সিমা আত্তার

আজমিরীগঞ্জে টানা বৃষ্টিতে রূপা আমন ধান গাছ তলি যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও মৎস্যজীবীরা

আপডেট টাইম : ০৫:৩৩:১৯ অপরাহ্ণ, শনিবার, ৭ অক্টোবর ২০২৩

আজমিরীগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে কৃষকের রূপা আমন ধান গাছ ও মাছ চাষকৃত বিভিন্ন জলাশয় । এতে অনেক পরিচিত কৃষকরা জানান ঋণ করে, আবার কেউ ধার করে জমি রোপন করেছেন ও মাছ চাষাবাদ করছে বড় আশা প্রত্যাশা নিয়ে।

টানা বৃষ্টিতে কৃষকের মুখে হাসি নেই।
হতাশায় নিমজ্জিত কৃষকগণ। সরজমিনে গিয়ে দেখা আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়ন ২নং বদলপুর ইউনিয়ন ৫নং শিবপাশা ইউনিয়ন ১নং সদর ইউনিয়ন ও ৪নং কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর হাওরের অধিকাংশ রূপা আমন ধানের জমি তলিয়ে গেছে।
এর মধ্যে বেশি ক্ষতির মুখে ৩নং জলসুখা ২নং বদলপুর ইউনিয়নের কৃষকের সঙ্গে আলাপ করে জানা যায়
কৃষক জানান,দুই দিনের বৃষ্টিতে সব তলিয়ে গেছে এবং হাওরের মাছে ধানের চারা খাওয়া শুরু করে দিছে,অপর এক কৃষক জানান, ১০দিন আগে ধানের চারা রোপন করেছি। চানপুর হাওরে সব তলিয়ে গেছে এখন চানপুর হাওরে বৃষ্টির পানি ঢেউ খেলে। তিনি বলেন, আমার কষ্টের টাকা আর দিনরাতের পরিশ্রম এখন বৃষ্টির পানিতে ভেসে গেছে।
আমার অধিকাংশ জমি পানির নিচে । বৃষ্টি যদি না কমে বাকি জমি গুলো ও পানির নিচে চলে যাবে। অনেক কৃষক পথে বসে যাবে
অনেক টাকা ঋণ ও ধার এনেছি। এখন আমি ও নিরুপায়। নোয়গড় গ্রামের এক কৃষক জানান, আমাদের গ্রামের কয়েকশত একর জমি সব তলিয়ে গেছে।
অনেক কৃষক পথে বসে যাবে।বদলপুর ইউনিয়নের বলদী গ্রামের কৃষক ধীরেশ দাস জানান, আমি ৩০ খের জমি করছি সব বৃষ্টি পানিতে তলিয়ে গেছে। কৃষক সুধীর দাশ,হীরেন্দ্র দাশ জানান ঋণ করে যে জমি করছি সব বৃষ্টি পানিতে তলিয়ে গেছে, মৎস্যচাষী আকাশ তালুকদার জানান, এবছর ১ম বারের মতো মাছ চাষাবাদ করছি কিন্তু বৃষ্টি পানিতে পুকুর ডুবে সব মাছ হাওরে চলে গেছে।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চলতি মৌসুমে উপজেলায় আমনের ৭ হাজার ৮ শত ১০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন হাওরে প্রায় ৩২শত ১০ হেক্টর রোপা আমন ধানের জমি তলিয়ে গেছে। আজ বিভিন্ন জায়গা থেকে খবর আসছে বৃষ্টি থেমেছে পানি কমতির দিকে।