আশুগঞ্জ থানাধীন সোহাগপুর এলাকা থেকে ২০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী আটক

- আপডেট টাইম : ০৮:৩০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৪৫ ৫০০০.০ বার পাঠক
তারিখ-২৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ।
ব্রাহ্মণবাড়য়িার আশুগঞ্জ থানাধীন সোহাগপুর এলাকা থকেে ২০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০১(এক) জন মাদক কারবারীকে আটক করছেে র্যাব-১৪, সপিসি-ি২, ভৈরব ক্যাম্প। র্যাব-১৪, সপিসি-২, ভৈরব ক্যাম্পরে একটি আভযানিক দল গোপন সংবাদরে ভত্তিতি ২৪ সপ্টেম্বের ২০২৩ খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৬.০০ ঘটকিায় ব্রাহ্মণবাড়য়িা জেলার আশুগঞ্জ থানাধীন সোহাগপুর প্রাইমারী স্কুলরে বিপরীত র্পাশ্বে ঢাকা-সলিটে মহাসড়করে ঢাকাগামী লেনে পাকা রাস্তার উপর অভিযান পরচিালনা করে মোঃ সোহলে রানা(২৬), পিতা মোঃ রফকিুল ইসলাম, সাং-বারুইগ্রাম চৌরাস্তা, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিং হকে আটক করনে। এ সময় ধৃত আসামীর দখল হতে ০১ টি পিকাআপ তল্লাশি করে পিকাআপে রক্ষতি ১৯টি মাছরে ড্রামরে মধ্য হতে মোট ২০(বশি) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতঃ জব্দ করা হয়। ধৃত আসামী র্দীঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়য়িা জেলার সীমান্তর্বতী এলাকা হতে চোরা চালানরে মাধ্যমে অবধৈ মাদকদ্রব্য গাঁজা দশেরে অভ্যন্তরে বভিন্নি স্থানে বভিন্নি ব্যক্তরি কাছে বক্রিয় করে র্মমে স্বীকার কর। গাঁজা পরবিহনে ০১(এক) টি পকিআপ জব্দ করা হয়।
উক্ত বষিয়ে ধৃত আসামীর বরিুদ্ধে ব্রাহ্মণবাড়য়িা জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়রে করে হস্তান্তর করা হয়ছে।