হোমনায় রক্তের গ্রুপ নির্ণয় ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩ অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৩:৫৭:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৯ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লার হোমনায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ
কর্মসূচি ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ই সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ছলিমউদ্দিন-রাজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতপুর -১সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এর বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা পৌর মেয়র এড মোঃ নজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কাউট সমাজ উন্নয়ন (স্বাস্থ্য) এর পরিচালক মোঃ গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, কুমিল্লা অঞ্চলের ডিআরসি (সিডি) মোঃ ফছি্হউর রহমান, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীমউদ্দিন সওদাগর, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, হোমনা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ রেজাউল ইসলাম, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক…… মুক্তিযোদ্ধা মুমিন মোল্লা, মুক্তিযোদ্ধা ইউনুস, ৮নং ইউপি ওয়ার্ড সদস্য মোঃ রাশেদুল ইসলাম রিপন প্রমুখ।
এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গাছ আমাদের চারপাশের কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং আমাদেরকে অক্সিজেন প্রদান করে থাকে। জীবনের অস্তিত্ব ও বেঁচে থাকার জন্য বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বৃক্ষরোপণ করার মাধ্যমে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি। । গাছপালা বৃষ্টিপাত হতে সাহায্য করে। তীব্র গরমের সময় ছায়া প্রদান করে। গাছ নদী ভাংন থেকে রক্ষা করে। ৫০ টাকার পুঁজি লাগিয়ে ১লাখ টাকার আয় করা এক মাত্র গাছ দিয়েই সম্ভব। কারণ আজকে ৫০ টাকা দিয়ে একটিগাছ কিনে বাড়ির ধারে রোপণ করলে সেটা কয়েক বছর পর ১ লাখ টাকার ব্যবসা হয়। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত বাড়ির পাশে ও রাস্তার ধারে গাছ রোপণ করা।