গুইমারাতে মেয়াদহীন পন্য ও দাম বেশি নেওয়াই ভ্রাম্যমান আদালতের জরিমানা
- আপডেট টাইম : ০১:০২:৩৯ অপরাহ্ণ, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৩ ৫০০০.০ বার পাঠক
দ্রব্য মূল্যের তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কে খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৬ দোকানিকে ৪ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।
জানা যায়, গুইমারা উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপণ্য বেশি দামে বিক্রি করছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬টি দোকানিকে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী জানান, সাধারণ মানুষকে কেউ ভোগান্তিতে ফেলতে না পারে, দাম বেশি নিতে না পারে সচেতন করার জন্য আজকের ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আদালত পরিচালনায় সহযোগীতা করেন গুইমারা থানা পুলিশ।