রামপালে চিত্র নায়ক শাকিল খানের লিফলেট বিতরণ ও পথসভা
- আপডেট টাইম : ১২:১৩:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ২৮২ ৫০০০.০ বার পাঠক
রামপালের মল্লিকের বেড় ও গিলাতলা এলাকায় সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে লিফলেট বিতরণ ও পথ সভা করেছেন আওয়ামীলীগ নেতা চিত্র নায়ক শাকিল খান। বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) দিনব্যাপী রামপালের মল্লিকের বেড় ও গিলাতলাসহ বিভিন্ন এলাকায় ৩ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় তিনি রামপালের বিভিন্ন মোড়েও পথ সভা করেন। ওই সময় তার সাথে ছিলেন ৩নং ওর্য়াড আওয়ামীলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব সরদার, প্যানেল চেয়ারম্যান চম্পক কুন্ডু, মাসুদুরজামান পল্টু, ৪,৫,৬ নং ওর্য়াডের মহিলা কাউন্সিল শাহনাজ বেগম, সেচ্ছাসেবক লীগের আহবায়ক রাসেল চৌধুরী, রামপাল মৎস্য জীবিলীগের সাধারণ সম্পাদক ইনতাজ আলী শেখ, মোংলা পৌর যুবলীগ নেতা শাহিন শিকদার সহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোংলা ও রামপালের জনসাধারণের মাঝে সরকারের যে সব গণমুখী উন্নয়ন সম্পন্ন হয়েছে তার ফিরিস্তি তু্লে ধরে নায়ক শাকিল খান বলেন, আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।
সরকার এসডিজির রূপকল্প বাস্তবায়নে কাজ করছে। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করেছে। এ বিষয়ে মোংলা পৌর যুবলীগ নেতা শাহিন শিকদার এর কাছে জানতে চাইলে তিনি জানান, মোংলা -রামপালবাসী শাকিল খানকে এমপি হিসেবে দেখতে চায়। তিনি আরও বলেন, পদ্মা সেতু, সারাদেশে বিদ্যুৎ সংযোগ স্থাপন, গ্রামীন রাস্তাঘাট নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করে তা বাস্তবায়ন করছেন সরকার। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান।
আগামীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগীতা কামনা করেন। দিনব্যাপী রামপালের সন্ন্যাসী কাঁচা বাজার, মাছ বাজার, মাংস বাজার, ফল বাজারসহ রামপালের বিভিন্ন ইউনিয়ন পরিষদ এলাকার হাটবাজারের সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।