প্রতিহিংসার রাজনীতিতে মহাম্মদপুরের আহত ছাত্রনেতার মৃত্যু
- আপডেট টাইম : ০৩:১৭:৩১ অপরাহ্ণ, বুধবার, ২৩ আগস্ট ২০২৩
- / ১৪০ ৫০০০.০ বার পাঠক
প্রতিহিংসার রাজনীতিতে মাগুরার মহাম্মদপুর অধীনস্থ ৪ নং রাজাপুর ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু তৈয়ব মোল্লা নিহত।
তথ্যসূত্রে জানা যায়, গত ২০ আগস্ট, ২০২৩ ইং (রবিবার) কিছু কতিপয় সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে রাজধানীর নিউল্যাব হাসপাতালে আইসিউ’তে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ২৩শে আগস্ট ২০২৩ ইং( বুধবার )মৃত্যুবরণ করেন ।
বিস্তারিত জানা যায় মহাম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মোঃ আবুল কামাল মাস্টারের ছেলে মোঃ আবু তৈয়ব মোল্লা । কিছুদিন আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন । নৌকা প্রতীক গলায় ঝোলানো একটি ছবি আছে।এরপর গত ২০ শে আগস্ট রবিবার একই গ্রামের মোঃ জীবলু ফেসবুকে স্ট্যাটাস দেয় , মহাম্মদপুরের বিএনপি নেতাদের কাছে আমার প্রশ্ন যে ছেলেটি নৌকার পক্ষে নির্বাচন করেন, সে কি করে রাজাপুর ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হতে পারে ।এই বিষয় নিয়ে দুই দল তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে।
এরই জের ধরে ঐদিন রবিবার ১০-১২ জন লোক জীবলুর নেতৃত্বে আবু তৈয়েবকে সন্ধ্যার সময় বাড়ি থেকে একটু দূরে ডেকে নিয়ে তার উপর অমানবিক নির্যাতন করেন এবং মাথায় দা দিয়ে কুপিয়ে জখম করলে দ্রুত ঢাকা রাজধানীর নিউল্যাব হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিউ’তে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে মহাম্মদপুর থানার ওসি মোঃ বোরহান উল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই মামলার এজাহারভুক্ত ৮ এবং ৯ নম্বর আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, আমরা দ্রুত বাকি আসামিদেরকে গ্রেফতার করার চেষ্টা করছি এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে।