মাদক ও আমদানি নিষিদ্ধ পণ্য উদ্ধার করে পুরস্কার পেলেন ডিবি’র ওসি ফারুক হোসেন
- আপডেট টাইম : ০৬:১২:১২ অপরাহ্ণ, সোমবার, ২১ আগস্ট ২০২৩
- / ২০৫ ৫০০০.০ বার পাঠক
ময়মনসিংহ জেলার মাসিক কল্যাণ সভা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে। মাসিক কল্যাণ সভায় চোরাই মালামাল মাদক উদ্ধার ও আমদানি নিষিদ্ধ পণ্য উদ্ধার সংক্রান্তে বিশেষ পুরুষ্কার পেলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুক হোসেন।গতকাল সোমবার নগরীর পুলিশ লাইন্সে আয়োজিত এক মাসিক সভায় ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুক হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেন। পুরষ্কার প্রাপ্তির পর ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান,জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা স্যারের সার্বিক দিকনির্দেশনায় মাদক,জুয়া ও চুরি বন্ধে ডিবি পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।সকলের সহযোগিতা থাকলে সকল প্রকার অপরাধ নির্মুল করা সম্ভব। উল্লেখ্য, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখাকে আরোও শক্তিশালী করতে এবং জেলার অপরাধ নির্মুলের লক্ষে জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ (ডিবি ওসি) হিসেবে দক্ষ, মেধাবী ও চৌকস পুলিশ অফিসার মোঃ ফারুক হোসেনকে নিয়োগ দেওয়া হয়।তিনি গত ২৪ জুলাই ২০২৩ ইং ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।