প্রেক্ষিতে আজ সকাল ১১ঃ০০ টায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একজনকে আটক করা হয়- তৈরিকৃত ঘর বিকাল ০৫:০০ টার মধ্যে ভেঙে ফেলতে হবে।বগী গ্রামে বড় পিকাপ বা এম্বুলেন্স যাওয়ার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় টলশেডের সামনে রাস্তা পুরোটায় দখলমুক্ত করা হবে। আটককৃত ব্যক্তি বয়স্ক লোক হওয়ায় ও নির্মিত স্থাপনা সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়ায় স্থানীয় গন্যমান্য ব্যক্তির জিম্মায় বিকেল ০৩ঃ৩০ টায় ছেড়ে দেওয়া হয়।
এছাড়াও উপস্থিত স্থানীয় জনসাধারণ এর অভিযোগের প্রেক্ষিতে পাশের পাকা স্থাপনা এর কাগজপত্র আগামীকাল সকাল ১১:০০ টায় উপজেলায় দেখাবে।ঐটিও সরকারি জায়গায় হলে তা আগামী সোমবার এর মধ্যে অপসারণ করতে হবে।
এছাড়াও অন্যান্য টলশিডে থাকা স্থাপনা আগামীকাল সকাল এর মধ্যে অপসারণ করবে মর্মে স্ব স্ব দোকানীরা কথা দিয়েছে।
জনসাধারণের জন্য ব্যবহৃত জমি সরকারি জমি হিসেবে গণ্য হয়।তাই সরকারি জমি উদ্ধারে সকলের সম্মিলিত সহযোগিতায় অভিযান চলমান থাকবে।
প্রিন্ট