৩৩ কেজি গাঁজা সহ ০২ মাদক কারবারীকে ও ১টি পিকাআব আটক করে, তারিখ-০৪ আগস্ট ২০২৩ খ্রিঃ
- আপডেট টাইম : ০৩:০৮:৩৮ অপরাহ্ণ, শুক্রবার, ৪ আগস্ট ২০২৩
- / ১২৬ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানাধীন সোহাগপুর এলাকা হতে অভিনব কায়দায় তেলের ড্রামের মধ্যে করে মাদক পাচারকালে ৩৩ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ ০২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। ০১টি পিকআপ জব্দ করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৪ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সোহাগপুর এলাকায় হাজী আলী আকবর এর রাইস মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১। মোঃ ফরহাদ মিয়া (২৫),পিতা- মোঃ আব্দুর রশিদ, ২। মোঃ শাকিব মিয়া(২১),পিতা- মোঃ আসাদুজ্জামান আজাদ, উভয় সাং-নন্দাইল ভুইয়াপাড়া, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহদ্বয়কে আটক করেন। এসময় ধৃত আসামীদের দখলে থাকা ০১ টি পিকআপ তাল্লাশী করে পিকআপটিতে থাকা ১৬ (ষোল) টি তেলের নীল রংয়ের প্লাস্টিকের ফাঁকা ড্রামের একটির মধ্যে (ক) ১৩ টি বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৩৩ (তেত্রিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা, (খ) নগদ ৪,০০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয় কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা উক্ত মাদকের চালানটি কুমিল্লা জেলার সীমান্তবর্তী থানা ব্রাহ্মণপাড়া থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিয়ে সীমান্ত এলাকা হতে বিভিন্ন অভিনব কায়দা অবলম্বন করে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। ০১ টি পিকআপ জব্দ।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।