সুজন ও সেতু নামের দুই ব্যবসায়ীর চলছে অসাধু ব্যবসা
- আপডেট টাইম : ০৬:৪২:৪৬ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৬৪ ৫০০০.০ বার পাঠক
সরকারি কোনো কাগজপত্র বিহীন পরিবেশ দূষিত করে টায়ার পুড়িয়ে মুবিল বানানোর কারখানা হেমায়েতপুরে, এখানে সেতু ও সুজন ছাড়াও রয়েছে বহু ব্যবসায়ী, পরিবেশ দূষিত করে টায়ার পুড়িয়ে তৈরি করছে মুবিল তেল। কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে আশেপাশের প্রকৃতির পরিবেশ। সম্প্রতি দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার সংবাদ কর্মী তাদের টায়ার পুড়িয়ে মবিল তেল বানানোর কারখানায় গেলে তারা বিভিন্ন অজুহাতে কাগজপত্র পরে দেখাবে বলে যেতে বলে, পরে সেই দুই ব্যবসায়ী বলে যে আমাদের কাছে কোন কাগজপত্র নেই, আর আমাদের কাগজপত্র লাগেও না সরকারি কাগজপত্র ছাড়া পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া এই ধরনের কলকারখানা চলমান রাখা কতটুক সঠিক কথা জিজ্ঞাসা করলে সেতু নামে সেই ব্যবসায়ী বলে সব ব্যবসায়ের কাগজপত্র লাগে না আমাদের হাত অনেক উপরে। দিন দিন ঢাকার বাহিরে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, হেমায়েতপুর, সহ বিভিন্ন জায়গায় গড়ে উঠছে ব্যাঙের ছাতার মতো এই ধরনের অবৈধ কলকারখানা। সরকারের ট্যাক্স ভ্যাট কোন কিছু না দিয়ে এই ধরনের কলকারখানা যদি ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠে তাহলে দেশের অবনতি হতে আর দেরি নয়। অচিরেই এই ধরনের অবৈধ কাগজপত্র বিহীন কলকারখানা বন্ধের দাবি জানাচ্ছে দৈনিক সময়ের কণ্ঠ এবং পরবর্তী দেখতে চোখ রাখুন দৈনিক সময় কন্ঠে