ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের খালে কাঁকড়া ধরায় চাঁদা দাবি। চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ ডাকাত তরিকুলের বিরুদ্ধে আইনজীবী হত্যার নিউজে পুলিশের বক্তব্য নেয়নি রয়টার্স আজমিরীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে একটি মাটি ভর্তি ট্রাকটর আটক আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সরকারি জায়গা দখল মুক্ত করে উপজেলা প্রশাসন ইসকন নিষিদ্ধের দাবি জানালো হেফাজতে ইসলাম পৃথক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল রিমান্ডে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৯৯০ ইলা লালালালা: সবুজ ঘাসের লাল দ্রোহের সুর যার কন্ঠে তরুণ আইনজীবী সাইফুলকে যেভাবে হত্যা করা হয় গাজীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বিএনপি- পথযাত্রা কে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ

কিশোরগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট টাইম : ০৪:০১:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ১৩১ ৫০০০.০ বার পাঠক

কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটেছে একাদিক গুলি ও টিয়ার শেল ছোঁড়ার ঘটনা।

এ সময় বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া করে পুলিশ। বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ছুঁড়ে।

মঙ্গলবার, ১৮ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে শহরের রথখলা এলাকায় এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে দফায় দফায় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের নেতৃত্বে পূর্ব নির্ধারিত পদযাত্রা শহরের বানিজ্যিক এলাকা রথখলার দিকে আসছিল। এসময় পুলিশ পদযাত্রায় বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ২ জন সাংবাদিকসহ বিএনপির নেতাকর্মী ও পুলিশের কয়েকজন সদস্যসহ ২০ জনের মতো আহত হয়েছে বলে জানা যায়।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাস) মুস্তাক সরকার জানান, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে রথখলা ময়দান পর্যন্ত। রথখলা খোলা ময়দান পার হয়ে সামনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে বিএনপি নেতা কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। কত রাউন্ড গুলি টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে সেটা পরে জানা যাবে।

এবিষয়ে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম জানান, পদযাত্রা কর্মসূচিটি গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের রথখলা এলাকা পর হতে গেলেই পুলিশ বাধা দেয়। এসময় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের রাবার বুলেট ও টিয়ারগ্যাসে বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। আমরা পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্ণেল জানান, আমিসহ ৮-১০ জন গুলিবিদ্ধ হয়েছি। তাদের মধ্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তফা তাজবির, পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক শাহরিয়ার মুসা তানহা, নিকলী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান রয়েছেন। তারা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি- পথযাত্রা কে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ

আপডেট টাইম : ০৪:০১:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটেছে একাদিক গুলি ও টিয়ার শেল ছোঁড়ার ঘটনা।

এ সময় বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া করে পুলিশ। বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ছুঁড়ে।

মঙ্গলবার, ১৮ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে শহরের রথখলা এলাকায় এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে দফায় দফায় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের নেতৃত্বে পূর্ব নির্ধারিত পদযাত্রা শহরের বানিজ্যিক এলাকা রথখলার দিকে আসছিল। এসময় পুলিশ পদযাত্রায় বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ২ জন সাংবাদিকসহ বিএনপির নেতাকর্মী ও পুলিশের কয়েকজন সদস্যসহ ২০ জনের মতো আহত হয়েছে বলে জানা যায়।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাস) মুস্তাক সরকার জানান, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে রথখলা ময়দান পর্যন্ত। রথখলা খোলা ময়দান পার হয়ে সামনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে বিএনপি নেতা কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। কত রাউন্ড গুলি টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে সেটা পরে জানা যাবে।

এবিষয়ে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম জানান, পদযাত্রা কর্মসূচিটি গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের রথখলা এলাকা পর হতে গেলেই পুলিশ বাধা দেয়। এসময় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের রাবার বুলেট ও টিয়ারগ্যাসে বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। আমরা পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্ণেল জানান, আমিসহ ৮-১০ জন গুলিবিদ্ধ হয়েছি। তাদের মধ্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তফা তাজবির, পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক শাহরিয়ার মুসা তানহা, নিকলী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান রয়েছেন। তারা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।