সাতক্ষীরায় বিজিবির বিরুদ্ধে গরুর গোস্ত বিক্রেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে
- আপডেট টাইম : ০৫:১৬:৩৯ অপরাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ২৪৪ ৫০০০.০ বার পাঠক
সাতক্ষীরা ব্যাটালিয়ানের ৩৩/সি কোম্পানি, কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের, নায়েব সুবেদার মোঃ সিদ্দিকুর রহমান (জেসিও নং ৯৯৫৬) এর বিরুদ্ধে কাকডাঙ্গা গ্রামের মোঃ তরিকুল ইসলাম (৪২) পিতা- মোঃ আব্দুর রশি,কে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে সূত্র স্থানীয় এলাকাবাসী।
সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকার, কাকডাঙ্গা গ্রামের মোঃ আব্দুর রশিদ এর মেজো ছেলে মোঃ তরিকুল ইসলাম (৪২)কে , গত ১১-০৭-২০২৩ ইং তারিখে, কেওড়াগাছি ইউনিয়ন ১ নং ওয়ার্ডের কেড়াগাছি গ্রামের গরুর গোস্ত বিক্রেতা জহিরুল, এর বাড়ি হইতে তরিকুল কে ,সাতক্ষীরা ব্যাটালিয়ানের ৩৩/সি কোম্পানি, কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের, নায়েব সুবেদার মোঃ সিদ্দিকুর রহমান (জেসিও নং ৯৯৫৬) এর বিরুদ্ধে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে অবৈধ মাদকদ্রব্য এল,এস,ডি বিক্রেতা দেখি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অভিযোগ করেন (১)স্থানীয় ৫ নং কেওড়াগাছি ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য, মোসাম্মৎ সাবিলা খাতুন, স্বামী,আনোয়ারুল ইসলাম,(২) জোনাকি (৩) তুলি খাতুন (৪) রাশিদা বেগম, স্বামী-মৃত মোফাজ্জল, (৫) মোছাম্ম ৎ আবেদা খাতুন, স্বামী – মোঃ সামছু রহমান,(৬) মোঃ রফিকুল ইসলাম, (৭) হালিমা খাতুন, স্বামী – মোঃ আব্দুল সাত্তার, গ্রাম কলাগাছি, গং দৈনিক সময়ের কন্ঠ ও সকালের সময় সাংবাদিকের উদ্দেশ্য করে বলেন যে তরিকুল ইসলাম একজন গরুর গোশত বিক্রেতা, আমাদের সামনে থেকে বিজিবির নায়েব সুবেধার সিদ্দিকুর রহমান, পথ দেখানোর কথা বলে ডেকে নিয়ে তরিকুল ইসলাম কে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়েছে। সরজমিনে তদন্তকালে ৫ নং কলারোয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য, সাবিলা খাতুন, স্বামী – আনারুল ইসলাম,ও উল্লেখিত স্থানীয়রা আরো বলেন, বিজিবি
মোঃ সিদ্দিকুর রহমান, ৭-৮ মাস পূর্বেও এই একই ক্যাম্পে ছিলেন তৎকালীন সময়েও সিদ্দিকুর রহমান, গ্রামের নিরীহ কৃষক, দিনমজুর ও স্থানীয় যুবকদের অবৈধ ব্যবসায় উৎসাহিত করতেন যেমন, ভারতীয় কাপড়, গরু,ও বিভিন্ন কোম্পানির ঔষধ সামগ্রী আর এইসব অবৈধ ব্যবসার লাভের অংশ হইতে সিংহভাগ দিতে হয়, এ ছাড়াও মাদক ব্যবসার গডফাদার সবার সাথেই বিজিবি সিদ্দিকুর রহমানের রয়েছে সুসম্পর্ক, জোনাকি আক্তার, বলেন আমার স্বামী তরিকুল ইসলাম একজন সহজ সরল, কলারোয়া ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার সহ সকল স্থানীয় বাসিন্দারা জানেন যে আমার স্বামী তরিকুল ইসলাম, জহিরুল এর হইতে পাইকারি দামে প্রতিদিন ১০-১২ কেজি গরুর গোস্ত, এলাকায় খুচরা বিক্রি করে,
আর সেই ধারাবাহিকতায় প্রতিদিনের মতো গত ১১-০৭-২০২৩ ইং মঙ্গলবার সকালে আমার স্বামী তরিকুল ইসলাম, জহিরুলের বাড়িতে গরুর গোশত আনতে যায়, বিজিবি সিদ্দিকুর রহমান, আমার স্বামীকে সন্ত্রাসী কায়দায় ক্যাম্পে তুলে নিয়ে যায় ও অমানুষিক নির্যাতনের পর মাদক দিয়ে আমার স্বামীকে থানায় দিয়ে আসেন
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর সাথে মুঠোফোনে কথা বলে জানতে চাইলে তিনি বলেন তরিকুল ইসলাম (৪২) এর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, তবে কলারোয়া থানা পুলিশ গ্রেফতার করে নি,তরিকুল ইসলাম কে থানায় দিয়ে গেছে
সাতক্ষীরা ব্যাটালিয়ানের ৩৩/সি কোম্পানি, কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের, নায়েব সুবেদার মোঃ সিদ্দিকুর রহমান ( জেসিও নং ৯৯৫৬) এ বিষয়টি তদন্ত করে দেখব।
নায়েব সুবেদার মোঃ সিদ্দিকুর রহমান ( জেসিও নং ৯৯৫৬) এর সাথে এই বিষয়ে কথা বললে তিনি জানান, তরিকুল ইসলামের বিরুদ্ধে এর আগে মাদক আইনে চারটি মামলা রয়েছে।
তবে তরিকুল ইসলামের পরিবারের সদস্যরা চ্যালেঞ্জ করে বলেন, ২০১৫ সালে তার বিরুদ্ধে একটি মারামারি মামলা হয়, সেই মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেয়।
জোনাকি আক্তার তার স্বামীর মুক্তি ও মিথ্যা অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।দৈনিক সময়ের কন্ঠ পত্রিকায় চোখ রাখুন