নবাবগঞ্জে শিক্ষক কতৃক ছাত্রী ধর্ষিত
- আপডেট টাইম : ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১৯০ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী নিজ বিদ্যালয়ের শিক্ষক দ্বারা ধর্ষিত হওয়ার অভিযোগ।
আজ ২২শে জুন বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ধর্ষিত ছাত্রীর অবিভাবক আত্মীয় স্বজন ও স্থানীয় এলাকার সাধারণ জনগন এবং বিদ্যালয়ের অন্যান্য ছাত্র ছাত্রীর অবিভাবক সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ধর্ষক শিক্ষকের বিচারের দাবিতে প্রধানশিক্ষকের নিকট উপস্থিত হন। প্রধান শিক্ষক এর পরিপেক্ষিতে কোন কথা না বলে বিদ্যালয় ভবনের মুল কলাপসিবল দরজা বন্ধ করে বিদ্যালয় ভবনের ভিতরে অবস্থান নেন এবং বাহিরে উত্তেজিত জনগনের সঙ্গে কোনো কথা বলতে অনিহা প্রকাশ করেন। এমন পরিস্থিতিতে বাহিরে অবস্থানরত উত্তেজিত জনগন বিদ্যালয়ের কলাপসিবল দরজা ভেঙে ভিতরে প্রবেশকরার চেষ্টা করেন, এবং প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এর মাঝে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে এসে উত্তেজিত জনগন কে বিদ্যালয়ের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে বাধা প্রদান করলে উত্তেজিত জনগন অভিযুক্ত শিক্ষকের বাড়িতে যায় এবং বাড়ির জানালা সহ অনেক জিনিসপত্র ভাংচুর করেন। এসময় সংবাদ পেয়ে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক ঘটনাস্থলে এসে উত্তেজিত জনগনের সঙ্গে কথা বলে অভিযুক্ত শিক্ষককে বিচারের আওতায় আনার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং ধীরেধীরে জনগন ঘটনা স্থল ত্যাগ করেন।
জানা যায় উক্ত মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী রুকুমনির বাবা ৭/৮ মাস আগে মারা যাওয়ায় সে স্কুলে আসা বন্দ করে দেয় কারন তার বাবার মৃত্যুর পরে তার লেখা পড়ার খরচ বহন করার সামর্থ্য নেই। বিদ্যালয়ের শিক্ষকগন ও ম্যানেজিং কমিটির সকল সদস্য সহ রুকু মনির বাড়িতে গিয়ে তার মা ও তার সঙ্গে কথা বলে তার লেখা পড়ার সকল দ্বায়িত্ব বিদ্যালয় কতৃপক্ষ নেন এবং সেই থেকে রুকুমনি পুনরায় বিদ্যালয়ে অধ্যায়ন শুরু করেন। এর মাঝে উক্ত বিদ্যালয়ের লাইব্রেরীয়ান শিক্ষক ফিরোজ ছাত্রীটি অসহায়ত্বের সুযোগে ছাত্রীকে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে ফেলেন। এর কিছুদিন পর উক্ত ছাত্রী তার মায়ের নিকট সব ঘটনা প্রকাশ করেন এনং আরো যানান সে দুই তিন মাসের অন্তঃসত্ত্বা। তার মা মেয়ের এমন সর্বনাশের কথা শুনে বিদ্যালয় কতৃপক্ষ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গের নিকট এই ঘটনার সুষ্ঠ বিচার দ্বাবি করেন।