নওগাঁ আত্রাই উপজেলার এক মহিলা ভিক্ষুককে ভূমিহীন করার পায়তারা করছে আঃ ওসমান

- আপডেট টাইম : ০৪:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ২০২ ৫০০০.০ বার পাঠক
ত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের বীরসিমুলিয়া গ্রামের মিরা রানী (৫২) তার দুই মেয়েকে নিয়ে ৭ ডেঃ জমিতে ৩৫ বছর ধরে খাস জমিতে ঘর করে বসবাস করে আসতেছে মিরা রানী ভিক্ষা করে কষ্টে এক বেলা খেয়ে না খেয়ে সংসার জীবন চালাই কিন্তু মিরা রানী এই খাস জমি যেন কাল হয়ে দাঁড়ায় ওই গ্রামের ওসমান আলী সেই জমি দখল করার পাইতারা চালাইতেছে ভিক্ষুককে হুমকি ধামকি ভয়-ভীতি দেখিয়ে মামলা দায়ের করে
মিরা রানী বলেন তাকে ভয় ভীতি দেখিয়ে জায়গায় দখলের চেষ্টা করে আমাকে ঘর মেরামত করতে দেই না বৃষ্টির দিন আসলে আমার ঘরে বৃষ্টি পড়ে এমনকি আমাকে টিউবওয়েল বসাতে দেয় না আমি খুব কষ্ট করে পানি আমার প্রতিবেশীর বাড়ি থেকে আনি। আমি ও আমার দুই মেয়ে নিয়ে খুব কষ্ট করে চলি। এই এই সম্পত্তি খাস জমির পরিমাণ ৭৮ ডেঃ আমি ৭ডেঃ ওপর বাড়ি করে আছি কিন্তু ওসমান বাকি ৭১ ডেঃ জমি দখল করে। মিরা রানী প্রতিবেশীদ এর ঘটনা সঠিক বলে দাবি করে।
ওসমান কোর্টে মিথ্যা মামলা দায়ের করে আমাকে হয়রানি করছে ও মিরা রানী বলেন আমি যদি মামলাই হেরে গেলে আমি এখান থেকে চলে যাবো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুচ্ছগ্রাম করে দিতেছে বিনামূল্যে খাস জমির উপরে কিন্তু আমি খাস জমির উপরে আছি এটা প্রভাবশালী ওসমানের কারণে আমি হয়রানি হচ্ছি আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার সহযোগিতা চাই।