বাবার স্বপ্নগুলো পূরণ করতে চান এমপি পুত্র সাহেদুল ইসলাম
- আপডেট টাইম : ১২:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ১১১ ৫০০০.০ বার পাঠক
দেশের এমন কোনো স্থান নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনায় বর্তমান সরকারের আমলে সমগ্র দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি দেশের কোনো নির্দিষ্ট অঞ্চলের কথা চিন্তা না করে সমগ্র দেশের সকল সেক্টরের উন্নয়ন করেছেন। বিগত ১৫ বছরে সরকার সব ধরনের সুযোগ সুবিধা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে সক্ষম হয়েছে। দেশে দারিদ্রতার হার এখন একেবারে নগণ্য, এখন গ্রামে-গঞ্জে কমিউনিটি ক্লিনিক। বাড়ির পাশে স্কুলসহ সব কিছু রয়েছে।
শনিবার (১৭ জুন) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ নং গড়েয়া ইউনিয়নের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন সাহেদুল ইসলাম সাহেদ।
তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা, আমৃত্যু সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জননেতা মরহুম খাদেমুল ইসলামের দ্বিতীয় ছেলে। বর্তমানে বাংলাদেশের হয়ে দুবাইয়ে মিনিস্টার এন্ড ডেপুটি কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
সাহেদুল ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আর এ উন্নয়নের ফলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। উন্নয়ন এবং মানুষের সেবায় নিয়োজিত ছিলেন আমার বাবা মরহুম খাদেমুল ইসলাম। তিনি ৪০ বছর রাজনীতি করেছেন। রাজনীতির জীবনে তিনি মেহনতী মানুষের পাশে থেকে দেশের জন্য কাজ করেছেন। ঠাকুরগাঁওবাসীকে নিয়ে তার আরো অনেক স্বপ্ন ছিল যেগুলো পূরণ করার আগেই তিনি অকালে দুনিয়া ত্যাগ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে সুযোগ দেন, আমি আমার যোগ্যতা, সততা, নিষ্ঠা ও আমার বাবার আদর্শে ঠাকুরগাঁওবাসীর জন্য সেই অপূরণীয় স্বপ্নগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমি আমার বাবার স্বপ্নগুলো পূরণ করতে চাই। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার যে ভিশন তারই ধারাবাহিকতায় আমি ঠাকুরগাঁওকে স্মার্ট জেলা হিসেবে রুপান্তর করতে চাই। এজন্য তিনি ঠাকুরগাঁওবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দলীয় কর্মীদের উদ্দেশ্য করে সাহেদ বলেন, আমাদের এক হয়ে দলবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভূলে গিয়ে সামনের নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসবো এতে আমরা বদ্ধ পরিকর। আসুন আমরা উন্নয়নের মিছিলে শরিক হই। দলমত নির্বিশেষে সবাই শেখ হাসিনার সাথে উন্নয়ন অভিযাত্রায় সামিল হই। আওয়ামী লীগের শাসনামলে যে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে তা নজিরবিহীন।
আমরা যদি দলকে ভালবাসি, দেশকে ভালবাসি তাহলে জনগণের সাথে মিলেমিশে থাকতে হবে। তাদের সুখ-দুঃখের সাথী হতে হবে। বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবে চিহ্নিত হতে হবে। তাহলেই বাংলাদেশ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচবে এবং এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আমরা একদিন উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবো।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ১৩ নং গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে গড়েয়া ইউনিয়নের গরীব অসহায়সহ মেহনতী সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করেন এবং নৌকা প্রতীকের সাথে থাকার আহ্বান জানান সাহেদুল ইসলাম।