গোবিন্দগঞ্জের তথ্য গোপন করেন নিয়োগ বাণিজ্য অভিযোগ উঠেছে
- আপডেট টাইম : ০৫:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ১৩০ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধার গোবিন্দগন্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বোগদহ ভেলামারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ বাণিজ্য নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। য়ার ফলে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ভেঙ্গে পড়ছে।
সরোজমিনে জানা গেছে, উপজেলার কাঁটাবাড়ি ইউনিয়নের ভেলামারী গ্রামে ১৯৯৪ বোগদহ ভেলামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপন হয় এবং ২০০১ সালে এমপিও ভুক্ত করা হয়।এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা কাল থেকেই এ বিদ্যালয়ে আব্দুল করিম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু ওই পিছনে প্রধান শিক্ষক আব্দুল করিম হঠাৎ গত ৬ ই মার্চ ২০২১ তারিখে মৃত্যুবরণ করে। প্রধান শিক্ষক আব্দুল করিম মৃত্যুবরণ করাই ঐ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদটি শূন্য থাকে।বিদ্যালয় পরিচালনা কমিটি শূন্য থাকা পদে সহকারী শিক্ষক হাসিবুর রহমানকে ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক হিসেবে দায়িত্ব অর্পন করে। কিন্তু ওই শূন্য পদে গোপনে প্রধান শিক্ষক দেওয়ার জন্য বিদ্যালয় কমিটির সভাপতি এবং সদস্যদের মধ্য শুরু হয় নানান ধরনের তালবাহানা। এটা নিয়ে বিদ্যালয়ে চরম উত্তেজনা ও জটিলতা তৈরি হয়। ফলে জটিলতা নিরসনে স্থানীয় সংসদ সদস্যর নজর পড়ে ঐ বিদ্যালয়ে।স্থানীয় সংসদ সদস্যর দলীয় ও মনোনিত ব্যাক্তি হওয়ায় আফরোজা খাতুন সুইটি কে বিদ্যালয় পরিচালনা কমিটির ডিও লেটার পান।ডিও লেটার ও দলীয় ক্ষমতার বলে সভাপতি আফরোজা খাতুন সুইটি স্থানীয় পরিচিত কয়েকজন অভিভাবক নিয়ে গোপনে কমিটি গঠন করে ১৭/০৭/২০২২ ইং তারিখে ২/ এসে ১৫০৬/৬৯৬(০৬) এ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর কতৃর্ক ম্যানেজিং কমিটির অনুমোদন নেয়। এবং পরে এ বিষয় টি এলাকাবাশী জানতে পারলে ম্যানেজিং কমিটি ও সভাপতির বিরুদ্ধে সিনিয়র সহকারী জর্জ আদালত গোবিন্দগঞ্জ গাইবান্ধায় মামলা দায়ের করে। মামলা নং ১৮২/২২ কিন্তুু আদালতে মামলা চলাকালীন সময়ে সভাপতি এবং ম্যানেজিং কমিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে গোপনে শামসুল আলম কে হিসেবে নিয়োগ দান করে। কিন্তু শিক্ষা নীতিমালা অনুযায়ী কোন শিক্ষককে প্রধান শিক্ষক পদে নিয়োগ দিতে হলে ওই বিদ্যালয়ে কেন্দ্রে নির্ধারিত দিনে ওই শিক্ষককের লিখিত এবং ভাইভা পরীক্ষা নিতে হবে। এবং সেখানে ডিজির প্রতিনিধি উপস্থিত থাকবে। কিন্তু কমিটি শিক্ষা নীতিমালা অমান্য করে তথ্য গোপন রেখে শামসুল আলমকে প্রধান শিক্ষক পদে নিয়োগ পত্র দান করে।