নবীনগরের বাংগরা বাজারে জনসভা আমি আপনাদের জন্য আমরণ কাজ করে যেতে চাই- বলেন মোঃএবাদুল করিম বুলবুল এমপি
- আপডেট টাইম : ১১:৩২:৪৬ পূর্বাহ্ণ, শনিবার, ১০ জুন ২০২৩
- / ১৪৩ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-শিবপুর-কোম্পানিগঞ্জ রাস্তার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে গতকাল শনিবার জিনদপুর ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল্লাহ রবির সভাপতিত্বে বাংগরা বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতিয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) ও তথ্য মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ি কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। উপস্থিত বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান, নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্যানেল মেয়র নাসির উদ্দিন, নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, সাবেক সহ-সভাপতি কাজী ইয়াবের হাসান জামিল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নিয়াজুল হক কাজল, উপপ্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, কার্যকরী সদস্য সাইফুর রহমান সোহেল, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, চেয়ারম্যান আবু মুছা, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান মনির হোসেন, ঠিকাদার ও আওঃ নেতা আবুল বাশার, প্রেসক্লাব সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনহাজ, প্রেসক্লাব সহ-সম্পাদক দেলোয়ার হোসেন, মডেল প্রেসক্লাব সভাপতি আবু কাউছার, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদ, যুগ্ন আহ্বায়ক নাসিরউল্লাহ।
প্রধান অতিথি বলেন, আমি আপনাদের জন্য আমরণ কাজ করে যেতে চাই।চলমান উন্নয়নমূলক কাজ যেগুলি সমাপ্ত হয়নি, সেগুলি আমি সমাপ্ত করতে চাই।আগামী পাঁচ বছর আপনাদের সেবা করার সুযোগ দিলে নবীনগর আর অবহেলিত থাকবে না।করোনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে উন্নয়ন ব্যাহত না হলে আমার ৫ বছরে নবীনগরে কোন কাজই বাকি থাকতনা আমি মনে করি।