শেখ হাসিনা শুধু আমার নেত্রী নয়,তিনি আমার কাছে মায়ের সমতুল্য। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী
- আপডেট টাইম : ০২:৫৬:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ১৯৮ ৫০০০.০ বার পাঠক
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম রেজাউল করিম এমপি বলেন, শেখ হাসিনা শুধু আমার নেত্রী নয়, তিনি আমার কাছে মায়ের সমতুল্য। তিনি পদ্মা সেঁতু করে দিয়েছেন, ৮ ঘন্টা লাগত ঢাকা যেতে এখন আড়াই ঘন্টা লাগে। আমাদেরে এ দক্ষিণ অঞ্চলে বেকুটিয়া সেঁতু, পাটগাতি সেঁতু কিছুই হত না যদি শেখ হাসিনা ক্ষমতায় না আসত,তাই আবার শেখ হাসিনা সরকারকে দরকার। শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে আমি আপনাদেরকে বলে যাই, আপনারা যাকে ভালবাসেন নিশ্চই শেখ হাসিনা তার কথা বিবেচনা করবেন। আমি এমন কিছু করি নাই যে কারনে আমাকে বাদ দিবেন। আমি ঘুষ খাইনি, টেন্ডারবাজী করিনি, দূর্নীতি করিনি, ক্যাডার পালিনি, আস্ত্রবাজী করি নাই, চাঁদাবাজী করি নাই, শিক্ষক নিয়োগ বানিজ্য করি নাই, দপ্তরি নিয়োগে,পুলিশ নিয়োগে, সমাজ কল্যান, স্বাস্থকর্মী নিয়োগে টাকা খাইনি,ঠিকাদারদের নিকট হতে কমিশন নেইনি, আমাকে বাদ কেন দিবে, উপরে আল্লাহ্ নিচে শেখ হাসিনা, তিনি যে সিদ্ধান্ত নিবেন আমি তা মেনে নিব। পিরোজপুরের নাজিরপুরের চৌঠাইমহল বাস-বে স্থানে শ্রীরামকাঠী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বেপারীর সভাপতিত্বে গতকাল শুক্রবার ৯ জুন বিকাল ৬ টায় উন্নয়ন সভায় তিনি এসব কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা ভাইসচেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, সেখমাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মনিরুজ্জামান ্আতিয়ার, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সিকদার চান প্রমূখ, এসময় নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ডা: সঞ্জীব দাস, নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।
এছাড়া এ দিন সকালে ৬৫ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রানী সম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) কর্তৃক উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নাজিরপুর পিরোজপুরের তত্বাবধায়নে পরিচালিত স্কুল মিল্ক ফিডিং প্রোগ্রামের শুভ উদ্বোধন, শ্রীরামকাঠী ইউপি-কালিবাড়ী হাট সড়কে গার্ডার ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন,শ্রীরামকাঠী ইউপি-সাতকাছিমা হাট সড়ক মেরামত কাজের শুভ উদ্বোধন,টেকশই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুর উপ-প্রকল্পের খাল পূণঃখননের শুভ উদ্বোধন, চৌঠাইমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।