ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
সারাদেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একটি মডেল উদ্ভাবন করেছেন কাজী আবেদ হোসেন নিখোঁজ সংবাদ  ঠাকুরগাঁওয়ে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা ও জেলা কমিটি পুনর্গঠন মানুষের তৈরি মতবাদ আল্লাহর আইনের সাথে চ্যালেঞ্জ করার শামিল – ড.শফিকুল ইসলাম মাসুদ সরকারি রাস্তা আওয়ামী লীগ নেতার দখলের চেষ্টা।এই বিষয়ে সময়ের কন্ঠস্বরে নিউজ প্রকাশের পর এসিল্যান্ডের নিষেধাজ্ঞা ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সমগ্র বাংলাদেশ) পাকুন্দিয়া উপজেলা শাখা কমিটির সকলকে সনদ প্রদান ও আলোচনা সভা ২৫২ বছরের ইতিহাসে চট্টগ্রামে এই প্রথম নারী ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেটের পদায়ন ফরিদা খানম গাজীপুর জেলা মহানগর কাশিমপুরে স্বাধীন মত প্রকাশের জেরে থানার ওসির নেতৃত্বে একাধিক সাংবাদিকের নামে মিথ্যা মামলা আজমিরীগঞ্জ পৌর এলাকার গন্জেরহাটি গ্রামের সরকারি রাস্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রনব বনিকের দখলের চেষ্টা নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহত সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান

নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে যুবক খুন

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৮:৪৬:১৮ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১
  • / ২৮০ ৫০০০.০ বার পাঠক

টিটু প্রতিনিধি।।

যশোর শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় পারভেজ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পৌর নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে মঙ্গলবার রাতে তিনি নিহত হন। হত্যাকাণ্ডে চারজন অংশ নেয় বলে জানিয়েছেন নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে নিয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। নিহত পারভেজ যশোর সদরের বাহাদুরপুর গ্রামের হঠাৎপাড়ার তোতা মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ বউবাজার এলাকায় জন্মগ্রহণ করেছে। সম্প্রতি তারা ওই এলাকা ছেড়ে শহরতলীর বাহাদুরপুর এলাকায় চলে যান। যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগের সাথে ছোটবেলা থেকে সম্পর্ক থাকায় পারভেজ তার প্রচারণায় অংশ নেন। মঙ্গলবার রাতে প্রচারণা শেষে বউবাজার এলাকায় একটি চায়ের দোকানে গিয়ে বসেন। এসময় সেখানে চারজনের সাথে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তারা তাকে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালা রওশন আরা জানান, সে সোহাগের ভোট চাইতে গিয়েছিল। আমার মানিকরে ওরা এভাবে মারতে পারলো। তানভীর ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, পারভেজ সন্ধ্যার পর কাউন্সিলর প্রার্থী সোহাগের হয়ে প্রচারণা চালাচ্ছিল। প্রচারণা শেষে বউবাজারে তসলিমের বাড়ির সামনের চায়ের দোকানে আসে। এসময় সেখানে চারজনের সাথে তার কথাকাটাকাটি হয়। কী নিয়ে ঝগড়া শুরু হয় তা বলতে পারবো না। একপর্যায়ে ওরা পারভেজকে কুপিয়ে জখম করে। আমরা দৌঁড়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পারভেজকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফ হোসেন নামে অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, ওরা ছিল চারজন। নূর আলম আর নান্টু। অন্য দুইজনকে চিনি না। ওরা পারভেজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়।

খবর পেয়ে হাসপাতালে যান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সেখ সালাউদ্দিন শিকদার। তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে যুবক খুন

আপডেট টাইম : ০৮:৪৬:১৮ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১

টিটু প্রতিনিধি।।

যশোর শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় পারভেজ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পৌর নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে মঙ্গলবার রাতে তিনি নিহত হন। হত্যাকাণ্ডে চারজন অংশ নেয় বলে জানিয়েছেন নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে নিয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। নিহত পারভেজ যশোর সদরের বাহাদুরপুর গ্রামের হঠাৎপাড়ার তোতা মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ বউবাজার এলাকায় জন্মগ্রহণ করেছে। সম্প্রতি তারা ওই এলাকা ছেড়ে শহরতলীর বাহাদুরপুর এলাকায় চলে যান। যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগের সাথে ছোটবেলা থেকে সম্পর্ক থাকায় পারভেজ তার প্রচারণায় অংশ নেন। মঙ্গলবার রাতে প্রচারণা শেষে বউবাজার এলাকায় একটি চায়ের দোকানে গিয়ে বসেন। এসময় সেখানে চারজনের সাথে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তারা তাকে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালা রওশন আরা জানান, সে সোহাগের ভোট চাইতে গিয়েছিল। আমার মানিকরে ওরা এভাবে মারতে পারলো। তানভীর ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, পারভেজ সন্ধ্যার পর কাউন্সিলর প্রার্থী সোহাগের হয়ে প্রচারণা চালাচ্ছিল। প্রচারণা শেষে বউবাজারে তসলিমের বাড়ির সামনের চায়ের দোকানে আসে। এসময় সেখানে চারজনের সাথে তার কথাকাটাকাটি হয়। কী নিয়ে ঝগড়া শুরু হয় তা বলতে পারবো না। একপর্যায়ে ওরা পারভেজকে কুপিয়ে জখম করে। আমরা দৌঁড়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পারভেজকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফ হোসেন নামে অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, ওরা ছিল চারজন। নূর আলম আর নান্টু। অন্য দুইজনকে চিনি না। ওরা পারভেজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়।

খবর পেয়ে হাসপাতালে যান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সেখ সালাউদ্দিন শিকদার। তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।