নওগাঁ আত্রাই উপজেলার নৈদিঘী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎ বিল ও সেশন বিল নামে কোনো রশিদ ছাড়া অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
- আপডেট টাইম : ০৬:৫১:২০ অপরাহ্ণ, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
- / ২১৫ ৫০০০.০ বার পাঠক
নওগাঁ: নওগাঁ আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের আওতাধীন নৈদিঘী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎ ও সেশন বিল নামে কোনো রশিদ ছাড়া অতিরিক্ত টাকা তুলছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। ছাত্র ছাত্রীরা জানান আমাদের কাছে থেকে ৫০০ টাকা করে নিয়েছে স্যার কোনো রশিদ দেই নাই । ২০২৩ এর এসএসসি শিক্ষার্থীরা আরো বলেন আমাদের কাছ থেকে ২৫০০ টাকা করে নিয়েছে এসএসসি ফরম ফিলাপের জন্য অথচ সরকারী খাতায় রেজিস্ট্রেশনের জন্য জমা দিতে হয় ২১০০ টাকা।
এবিষয়ে প্রধান শিক্ষক মোঃ জনাব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এবিষয়ে কিছু জানিনা তিনি আরো বলেন এসএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ফ্রি কত টাকা এটাও জানিনা ও আমি অসুস্থ থাকার কারণে ঠিক মতো ইস্কুলে যায় না। এবং ইস্কুলে কমিটির সভাপতি মোঃ আঃ রাজ্জাক মুন্ডল কে জিজ্ঞেস করলে উনি বলেন আমি এবিষয়ে জানিনা।
উপজেলা নির্বাহী অফিসার ইত্তেখারুল আলম এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি উপজেলা শিক্ষা অফিসারকে বলে দিতেছি এ বিষয়টি দেখার জন্য ।