ভৈরব ও আশুগঞ্জ পৃথক পৃথক অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ দুই জন আটক
- আপডেট টাইম : ০৯:৪৮:১৪ পূর্বাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ১৩৪ ৫০০০.০ বার পাঠক
তারিখ-০৯ এপ্রিল ২০২৩ খ্রিঃ।
ভৈরব ও আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে ৪৮ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। ০১ টি মাইক্রোবাস এবং ০১ টি পিকআপ জব্দ।
অদ্য ০৯ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ সকাল ০৬.২০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে
(ক) কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দুর্জয় মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ মনির হোসেন ভুইয়া (৪৮), পিতা-সামসুদ্দিন ভুঁইয়া, সাং-দেবগ্রাম, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়াকে আটক করেন। এসময় ধৃত আসামীর দখল থাকা ০১ টি মাইক্রোবাস তল্লাশী করে ৩৬ কেজি গাঁজা এবং নগদ ৪৫০০ /- (চার হাজার পাঁচশত) টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
(খ) একই দিন সকাল ০৮.৩০ ঘটিকায় অপর অভিযানে ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন উজানভাটি হোটেলের সামনে সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেন থেকে মাদক কারবারি মামুন হোসেন (৩৫), পিতা-মোঃ হোসেন, সাং-সাইনাল, থানা-রামগঞ্জ, জেলা-লহ্মীপুরকে আটক করেন। এ সময় উক্ত আসামীর দখলে থাকা ১টি পিকআপ তল্লাশী করে ১২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।