নবীনগরে শিক্ষার মান বিষয়ক আলোচনা সভা ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৪:০৮:০২ পূর্বাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ১৪১ ৫০০০.০ বার পাঠক
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গ্রাম হবে শহর এই স্লোগানে ঐতিহ্যবাহী শিবপুর দাখিল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কবির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুল আফসার স্বাগত বক্তব্য রাখেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমআর মুজিব
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জান মনির,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, কাজী ইয়াবের হাসান জামিল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, শ্রম বিষয়ক সম্পাদক কবির আহমেদ, উপপ্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু , ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নিয়াজুল হক কাজল, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কাজী ফেরদৌস, কার্যকরী সদস্য সাইফুর রহমান সোহেল, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি আরিফুল ইসলাম টিপু, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম,মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ আবু কাওছার, ছাত্রলীগের, যুগ্ম আহবায়ক নাসিরুল্লাহ, কবি মোবারক সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। সাংবাদিক বৃন্দ প্রমুখ।