নবীনগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৩:১৫:১০ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৫২ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ই মার্চ, ১৭ই মার্চ, ২৫শে মার্চ ও ২৬শে মার্চে সুষ্ঠু ভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
রবিবার(৫ই মার্চ) সকাল ১০.৩০ মিনিট নবীনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ, নবীনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সৈয়দ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম সাহন, উপজেলা দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দীন চৌধুরী সাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম, আবু কাউসার সহ উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।
এ সময় বক্তারা জাতীয় দিবস সমূহ যথাযথ ভাবে পালন ও আসন্ন রমজান মাসের সুষ্ঠু ভাবে পালনের জন্য দিক-নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য দিয়ে থাকেন।