কৃষি ও মাছ চাষের জমিতে নদী ড্রেজিংয়ের বালু ফেলার সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে মোংলায় মানববন্ধন
- আপডেট টাইম : ০২:১৭:১০ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩
- / ১৭২ ৫০০০.০ বার পাঠক
পশুর নদীর ড্রেজিংয়ের বালু ফেলা হবে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের কুষি ও মৎস্যঘেরে।মোংলা বন্দর কতৃপক্ষের এমন সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২০ ফেব্রয়ারী) সকালে উপজেলার বৌদ্ধমারী বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় জন প্রতিনিধি,আওয়ামীলীগের নেতৃবৃন্ধসহ কয়েকশ কৃষক,মাছ চাষী এবং জমির মালিক উপস্থিত ছিলেন। মানববন্ধনে চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন,কিছুদিন পুর্বে এই ইউনিয়নের প্রায় ১১ বিঘা কৃষি ও মৎস্যঘেরে ড্রেজিংয়ের পলি ফেলানো হয়েছে। নতুন করে আবারও ড্রেজিংয়ের বালুৃ ফেলা হলে মোংলা উপজেলার জমির মালিক ও কৃষক-মাছচাষীরা সর্বশান্ত হয়ে পড়বে। সাবেক ইউপি সদস্য মোঃ অলিয়ার রহমান বলেন,বন্দরের চ্যানেল সচল রাখতে হবে তবে স্থানীয়দের ক্ষতি করে নয়।দক্ষিনাঞ্চলে সরকারের বিভিন্ন মেঘা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। যেখানে বারতি বরাদ্ধ দিয়ে বালু ভরাট করতে হচ্ছে। ওইসব মেঘা প্রকল্প ভরাট করতে ড্রেজিয়ের বালু ব্যবহার করা হলে সরকারের খরচ কমবে। একই সাথে ক্ষতির কবল থেকে রক্ষা পাবে মোংলা উপকুলীয় অঞ্চলের কৃষক,মাছ চাষী ও জমির মালিকরা। তাই মোংলা উপকুলীয় অঞ্চলের কৃষি ও কৃষককে বাচাঁতে ফসলি জমিতে ড্রেজিংয়ের পলি ফেলানোর সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহনকারীরা।##
জসিম উদ্দিন,মোংলা
২০/০২/২৩ইং