সিএমপি পাঁচলাইশ থানা পুলিশ কর্তৃক চোরাইকৃত ৭টি মোটর সাইকেল উদ্ধার সহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করায় অভিযান টিমকে পুরস্কৃত করলেন পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ
- আপডেট টাইম : ০২:২৯:২৪ অপরাহ্ণ, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
- / ৪৯৯ ৫০০০.০ বার পাঠক
চট্টগ্রাম-তথ্য সূত্রে জানা যায়,মামলার বাদী কারারক্ষী সার্জেন্ট মেডিকেল প্রমোশন অফিসার সহ বিভিন্ন পেশার মানুষের চুরি যাওয়া মোটর সাইকেল সংক্রান্তে মামলা নং ১২(৭) ২২ ধারা: ৩৭৯ তদন্তে পাঁচলাইশ মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন মজুমদারের নির্দেশ ক্রমে এস আই ইমাম হোসেন,দীপক দেওয়ান, নুরুল আলম আশেক, লুৎফর রহমান সোহেল ও এ এস আই শাহাদাত হোসেন এর সমন্বয়ে বিশেষ অভিযান টিম গঠন করে। উক্ত অভিযান টিম পাঁচলাইশ থানা এলাকার মোটর সাইকেল চুরি যাওয়া সকল ঘটনাস্থল,রাস্তা সহ নগরীর সকল থানা এলাকায় এবং বাকলিয়া-কর্ণফুলী ব্রীজ টোল প্লাজা পর্যন্ত বিভিন্ন স্থান হতে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে মোটর সাইকেল চোর দলের সদস্য মোঃ আনোয়ার হোসেন(৩৫ )পিতা- নুরুল আলম,সাং: উত্তর ডেমশা, হাচনবলি পাড়া, নুরুল আলমের বাড়ি থানা- সাতকানিয়া,বর্তমান কয়লার ঘর উত্তরা আবাসিক, অক্সিজেন থানা-বায়েজিদ,চট্টগ্রাম মোঃ সাজ্জাদ (২৭) পিতা-আব্দুল খালেক সাং:গাটিয়াডেঙ্গা,৫নং ওয়ার্ড থানা-সাতকানিয়া দ্বয়কে সনাক্ত করে আটক করেন এবং তাদের দখল হইতে ১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে।পরবর্তীতে আটককৃত মোটর সাইকেল চোরদেরকে উল্লেখিত মামলার মোটর সাইকেল চুরি সংক্রান্তে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে জানা যায় চুরি যাওয়া মোটর সাইকেল সহ অন্যান্য চোরাইকৃত মোটর সাইকেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ ও শহরের বিভিন্ন স্থান থেকে চুরি করিয়া কক্সবাজার রামুতে মোঃ ইউসুপ (২৪) এর নিকট বিক্রয়ের জন্য দেয়।আসামীদের দেওয়া উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান টিম কক্সবাজার জেলার রামু থানাধীন বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইউসুপ (মেকানিক) পিতা-আব্দুর রাজ্জাক সাং:ঘোনার পাড়া ওয়ার্ড নং ৭ থানা- রামু জেলা কক্সবাজার কে আটক করে এবং তার দোকানের ভিতরে থেকে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে।গ্রেপ্তারকৃত আসামী মোঃ ইউসুপ কে জিজ্ঞাসাবাদে জানায় ,গ্রেপ্তারকৃত আসামী মোঃ আনোয়ার হোসেন(৩৫)পিতা নুরুল আলম সাং হাচনবলি পাড়া থানা সাতকানিয়া বর্তমান কয়লার ঘর উত্তরা আবাসিক থানা বায়েজিদ চট্টগ্রাম এর কাছ থেকে নেওয়া মোটর সাইকেল গুলোর মধ্য হতে ৩টি মোটর সাইকেল বিক্রয়ের জন্য মোঃ জাহিদুল ইসলাম পিতা- মকবুল হোসেন. সাং:মধ্যম মেরং লোয়া ৭ নং ওয়ার্ড থানা-রামু জেলা কক্সবাজার এর নিকট দেয়।অভিযান টিম অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ জাহেদুল ইসলাম`কে আটক করে তার বাসা হতে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয় বলে পাঁচলাইশ থানা সূত্রে জানা যায়।