নাসিরনগর বাজারে টিনের চালা খুলে কাপড়ের দোকানে চুরি
- আপডেট টাইম : ১০:১২:৪৩ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩
- / ৩০৬ ৫০০০.০ বার পাঠক
রাতে দোকান থেকে বেরিয়ে সকালে ফিরে দেখেন ঘরের তালা ভাঙ্গা। খোয়া গেছে নগদ অর্থ, দোকানের কাপড় চোপর ’সহ বিভিন্ন মালামাল।
মঙ্গলবার দিবাগত রাতে নিজ দোকানে চুরির ঘটনার এভাবেই বর্ণনা দেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর বাজারের “তানহা ফ্যাশন” এর সত্ত্বাধিকারী কামরুল ইসলাম।
বুধবার সকাল ৯ টার দিকে দোকানে এসে দেখেন দোকানের তালা ভাঙ্গা। ক্যাশ ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা, দোকানের আরো প্রায় ৪০ হাজার টাকা মূল্যের কাপড় চোপর খোয়া গেছে।
কামরুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১টার পর কোনো এক সময়ে চোরেরদল দোকানের টিনের চালা খুলে প্রবেশ করে বিক্রয়ের জন্য রাখা ৪০ হাজার টাকার কাপড় চোপর সহ দোকানের ক্যাশের তালা ভেঙ্গে নগদ প্রায় দশ হাজার টাকা নিয়ে গেছে।
স্থানীয় ৯ নং ওয়ার্ডের মেম্বার আক্কল আলী ভূইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে থানায় মামলা করার জন্য বলেছি।
নাসিরনগর থানা সূত্র জানায়,দোকান চুরি হওয়ার বিষয়ে এ পর্যন্ত কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য নাসিরনগর বাজারে ২৪ জানুয়ারী দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটে। পর পর চুরির ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।