পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন ভয়াবহ অগ্নিকাণ্ডে ঔষধ দোকানসহ ৮ ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকান মালিকের ঘরসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীরা।
শনিবার (৩০আগস্ট) রাত ৪টার দিকে মন্ডতোষ ইউনিয়ন চকমইষাট মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, ওই বাজারের মামুন হোসেন পেট্রোল ডিজেল ও মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হয়েছে । মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। মার্কেটের পাশে মসজিদ রয়েছে মসজিদের মুসুল্লিরা প্রথমে আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এর আগেই ফার্মেসি, মুদি দোকান, ওয়ার্কশপসহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের এবং দোকানের মালিক মান্নানের । সরকারিভাবে সহায়তার চেয়েছেন ক্ষতিগ্রস্তরা।
দোকান গুলি ভাড়ায় চালাতেন দোকান মালিকের ছেলে শামীম হোসেনসহ ২। সাগর খন্দকার পিতা মৃত নায়েব আলী খন্দকার ৩। মোঃ আলাল হোসেন পিতা মৃত ইব্রাহিম ৪। মোঃ আল আমিন হোসেন পিতা মোঃ আব্দুর রহিম ৫। মামুন হোসেন, পিতাঃ বজব আলী ৬। মোঃ আব্দুল জলিল,পিতা মৃত হোসেন প্রামানিক ৭। মোঃ মহসিন আলী পিতা মোঃ সরাব আলী ৮।মোঃ লিটন হোসেন পিতাঃ আব্দুল জলিল।
প্রিন্ট