নওগাঁ আত্রাই উপজেলার নিখোঁজের ২১ দিন পর নদীর কিনারে থেকে গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ

- আপডেট টাইম : ০৬:৩৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
- / ২১১ ৫০০০.০ বার পাঠক
আসামি বুলবুল সোনার (৩০) কে গ্ৰেপ্তার করে । তার জবানবন্দিতে নদীর তীরে পুঁতে রাখা লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে আসামি বুলবুল সোনার মুক্তিপণ দাবি করে ৬ লাখ টাকা। শ্রীধরগুরনই গ্ৰামের আব্দুল জলিল সোনার এর ছেলে শিশু ইব্রাহিম একই গ্ৰামের বসবাস করে।
পুলিশ জানায় গত ১০ নভেম্বর দুপুর শিশু ইব্রাহিম (৬) নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে পরের দিন থানায় সাধারণ ডায়রী করে মৃত ইব্রাহিমর বাবা তার পরে থাকে পুলিশ সন্ধানে নামে পুলিশ। এর মধ্যে আসামি বুলবুল সোনার মটো ফোন ২৬ নভেম্বর সকাল ১০ টা নাগাদ ৬ লাখ টাকা দাবি করে । এবং ফোন রেখে আসে পার্শ্বে বাবুর চা স্টলে রেখে আসে ঘাতক। ও শিশু বাবার কাছে চিঠি পাঠাই । এর জেরেই পুলিশ আসামি বুলবুল সোনার কে ২৭ নভেম্বর গ্ৰেপ্তার করে । ওই দিন শিশু বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে । মামলার প্রেক্ষিতে থানায় পুলিশ বুলবুল সোনার কে ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে সোপর্দ করে আদালত ৪ দিন রিমান্ড মঞ্জুর করেন । রিমান্ড এ এনে জিজ্ঞাসাবাদে বুলবুল দেওয়া তথ্য মতে বৃহস্পতিবার ভোরে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) গাজিউর রহমান পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেলে) রাকিবুল হাসান ইবনে রহমান ও আত্রাই থানার ওসি তারেকুর রহমান সহ একটি টিম অভিযান চালিয়ে শ্রীধরগুরনই নদী থেকে লাশ উদ্ধার করে।