সিলেট সরকারি সকল দপ্তরে দুনীতি ও ঘুষবানিজ্য দেখার কেউ নেই
- আপডেট টাইম : ০২:১৮:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
- / ১৯৬ ৫০০০.০ বার পাঠক
সিলেট বিভাগ প্রবাসী অধ্যসূত এলাকা হওয়ায় মানুষের বিভিন্ন কাগজ রেডি করতে হয়, যে কোন কাজ সহজে গিয়ে ঘুষ দিতে হয়।সরকারি সকল সেক্টরে ঘুষ দিলে সহজে কাজ সমাধান করে দিবে বলে ঘুষ চায় বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারি। পাসপোর্ট, এনআইডি, জন্মনিবন্দন, সহ সকল সেক্টরে ঘুষ /দূনীর্তি চলছে দেখার কেউ নেই, পাসপোর্ট অফিসের দুর্নীতি নিয়ে বিভাগীয় কমিশনার, ডিসি, ডিআইজি উদ্যোগ নিয়ে ও দূনীতি বন্ধ করতে পারেনি, এখন দালাল সিন্ডিকেট ও মার্কা বন্ধ করতে পারেননি পাসপোর্ট অফিসের,, পাসপোর্ট অফিসের বিভাগীয় পরিচালক মাজহারুল ইসলামের বিরোদ্ধে নানা অনিয়ম ও দূনীর্তির খবর সিলেটের ওপেন সিক্রেট ব্যাপার, হরহামেশা গণমাধ্যমে শিরোনাম হন তিনি, কিন্তু একাধিক বার কতৃপক্ষের কাছে অভিযোগ দিয়ে ও কোন লাভ হয়নি, দীর্ঘ দিন ধরে সিলেটের পাসপোর্ট অফিসে দুর্নীতির রাজস্ব কায়েম করে বহাল তবিয়তে সেই সাম্রাজ্য চালিয়ে আসছেন মাজহারুল ইসলাম, সাধারণ মানুষের কথা পরিচালকের কুটির জোর কোথায় কিছু দালাল মানুষকে মানুষের সাথে খারাপ ব্যবহার করে অফিসের সকল অফিসার নাকি তাদের হাতের মুঠে তাদের কিছু কেউ করতে পারবে না আনসার পুলিশ ও সব দুর্নীতিতে জড়িত, এবার পরিচালকের বিরুদ্ধে হয়রানি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর মিয়ার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশের মোগল বাজার থানায় সাধারণ ডায়েরি করেছেন এক ভুক্ত ভোগী নারী, এই জিডির প্রেক্ষিতে সোমবার তদন্তের নির্দেশ দিয়েছেন সিলেট আমলি আদালত ৫ এর দ্বিতীয় মেট্রোপলিটন মেট্রোপলিটন ম্যাজেস্টেট, সরকারের কাছে সাধারণ জনগন ও সুশীল সমাজের আবেদন এই দুর্নীতি বন্ধক করতে পদক্ষেপ নিতে হবে সরকারকে ্না হলে সরকারের এত উন্নয়ন ও ডিজিটাল করার গুরুত্ব থাকবে না এসব দূর্নীতিবাজদের কারনে।