ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ মার্চ ২০২৫
সংবাদ শিরোনাম ::
প্রথম তারাবিতে মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল কুমিল্লার দাউদকান্দিতে ২১ মামলার আসামী আল মামুন মাদকসহ গ্রেফতার গাইবান্ধার পুলিশ সুপারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ মঠবাড়ীয়া বৈষম্য বিরোধী শিক্ষক ফোরাম মঠবাড়ীয়া উপজেলা কতৃক জাতীয় প্রেস ক্লাবে বে সরকারি শিক্ষা জাতীয় করন,শতভাগ উৎসব ভাতা, সরকার নিয়মে বাড়ি ভাড়া পাওয়ার দাবিতে আন্দোলন রত শিক্ষক কর্মচারীদের উপর হামলার প্রতিবাদ,তীব্র নিন্দা ও হামলা কারীদের দৃষ্টাত মুলক শাস্তির দাবি পবিত্র রমজান উপলক্ষে ডিবির অলআউট অ্যাকশন শুরু: রেজাউল করিম ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের কাছে ক্ষমা চাইবো না, তারই আমার কাছে ক্ষমা চাওয়া উচিৎ সীমান্তে ফের গুলিতে বাংলাদেশি নিহত, লাশ নিয়ে গেল বিএসএফ রোববার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না: নাহিদ রমজানের পবিত্রতা রক্ষায় সরকারকে আপসহীন হতে হবে

প্রতিহিংসা মুলক বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল  মিথ্যা  ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাইজ উদ্দিন মোল্লা

মোঃজামাল আহম্মেদ নিজস্ব প্রতিনিধি।
  • আপডেট টাইম : ১২:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / ২২৫ ৫০০০.০ বার পাঠক

গাজীপুর মহানগর ৩ নং ওয়ার্ডের, বার বার নির্বাচিত সফল কাউন্সিলর।

কাশিমপুর থানা আওয়ামীলীগ এর ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন মোল্লা বলেন।

বিগতদিনে আমার বিরুদ্ধে একটি কুচক্রীমহল সংবাদকর্মীদের ভুল  তথ্যদিয়ে, বিভিন্ন নাটকে উপনীত হয়ে বিভিন্ন অনলাইন  মিডিয়া ও  ইলেকট্রিক মিডিয়ায় মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য  সম্প্রচার করেছেন। যেটা আজও সত্য কি না।

আমি এমন সংবাদমাধ্যমে এধরনের নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এরা মুলত আমার জনপ্রিয়তা নষ্ট করতে আমার ও আমার ছোট ভাই কে জড়িয়ে সন্ত্রাস ভুমিদস্যু ও বিভিন্ন ধরনে কথা উত্থাপন করে  তথ্য সম্প্রচার করেছেন।

রাজনৈতিক প্রতিদন্ধী জামাত শিবিরের এজেন্ডা ও সহিংসতা মামলার আসামী সুদের ব্যবসায়ী ও মাদকের সাথে জড়িত ব্যাক্তিরা।এলাকার ভালো পরিবেশকে অসুস্থ করে গড়ে তুলতে মাস্টার প্লানে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বিভিন্ন অনলাইন তথ্য  সম্প্রচার করিয়েছেন।

সংবাদকর্মীরা সমাজের ভালো খারাপ সব বিষয়গুলো তুলে ধরে তথ্য উন্মোচন করবে এটাই সাভাবিক,তবে নিউজ করার আগে একাধিক  ভালোভাবে পর্যবেক্ষণ করা অবশ্যক। আপনারা জাতির বিবেক দয়াকরে বিবেক কে বিক্রি করবেন না।

আমার বিরুদ্ধে যে তথ্য গুলো প্রচার করেছেন নিউজের ভাষাগুলো একবার যাচাই-বাছাই  করুন।কতটা কুরুচিপূর্ন ভাষায় নিউজ করেছেন,মনে রাখবেন আপনার লেখাগুলো পাঠকেরা পাঠ করে আপনাদের ও জনপ্রিয়তা থাকা বড়ই দরকার।বিচার শুধু জগতে নয় পরপারেও  বিচার আছে আল্লাহর বিচারে পার পাবেন না কেউ।অপরদিকে কাউন্সিলর এর ছোট  ভাই ইদ্রিস লোল্লা বলেন। সম্পূর্ণ চক্রান্ত করে বিভিন্ন পোট্রাল থেকে অনলাইন তথ্য সম্প্রচার করে চলেছে একটি কুচক্রীমহল।আমার ভাই সাইজ উদ্দিন মোল্লা  অত্র ওয়ার্ডের কাউন্সিলর,জনগনের ডাকে সাড়া দেওয়া তার দায়িত্ব ও কর্তব্য।কে কি বললো এটা বিষয় নয়,জনগনের পাশে থাকবে  জনগনের ডাকে সাড়া দিবে  কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লার পরিবারের নেশা এবং ।আমরা মানুষের কল্যানে কাজ করি।আমাদের বিরুদ্ধে যতই   অপকৌশল অবলম্বন করুক না  কোনো লাভ হবেনা। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে ও সত্যকে ঢাকা দেওয়া যায় না ।জনগনের আস্তা  ভালবাসায় সিক্ত সাইজ উদ্দিন মোল্লা। এক ধরনের কুচো কৃমহল জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করে লাভ হবে না ।আমার ভাইয়ের সাথে আমাকে জড়িয়ে আমাদের সন্তানদের জড়িয়ে নিউজ করা হয়েছে।কি অপরাধ করলে নিউজ করা যায় এটা আমার বোধগম্য নয়। সন্তান  কে জড়িয়ে পর্যন্ত নিউজ করা হয়েছে আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই।আসুন দেশের মানুষের  কল্যাণী ও  উন্নয়নে,গাজীপুর মহানগরের ,৩ নং ওয়ার্ডের উন্নয়নকল্পে একেঅপরের সহযোগীতা করি।কুচক্রীমহলকে বয়কট করি,মিথ্যা নিউজের প্রতিবাদ করি,সন্ত্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।নিজেদের ওয়ার্ডেকে আঁধুনিকতায় সাজাতে সকল শ্রেনী পেসার মানুষ আন্তরিকতার সাথে সলাপরামর্শ করে কাজ করি।মন থেকে সকল হিংসাবিদ্বেস অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।কাউকে হেয়প্রতিপন্ন করাথেকে নিজেরা সংযত হই।

আসুন সংঘাত নয় সমাধান চাই আপনি আমি ভাই ভাই।দৈনিক সামার কন্ঠ পত্রিকায় চোখ রাখুন যেই কোন ঘটনা ঘটে যাওয়া সংবাদ প্রকাশ করবে এটাই সত্য

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রতিহিংসা মুলক বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল  মিথ্যা  ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাইজ উদ্দিন মোল্লা

আপডেট টাইম : ১২:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

গাজীপুর মহানগর ৩ নং ওয়ার্ডের, বার বার নির্বাচিত সফল কাউন্সিলর।

কাশিমপুর থানা আওয়ামীলীগ এর ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন মোল্লা বলেন।

বিগতদিনে আমার বিরুদ্ধে একটি কুচক্রীমহল সংবাদকর্মীদের ভুল  তথ্যদিয়ে, বিভিন্ন নাটকে উপনীত হয়ে বিভিন্ন অনলাইন  মিডিয়া ও  ইলেকট্রিক মিডিয়ায় মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য  সম্প্রচার করেছেন। যেটা আজও সত্য কি না।

আমি এমন সংবাদমাধ্যমে এধরনের নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এরা মুলত আমার জনপ্রিয়তা নষ্ট করতে আমার ও আমার ছোট ভাই কে জড়িয়ে সন্ত্রাস ভুমিদস্যু ও বিভিন্ন ধরনে কথা উত্থাপন করে  তথ্য সম্প্রচার করেছেন।

রাজনৈতিক প্রতিদন্ধী জামাত শিবিরের এজেন্ডা ও সহিংসতা মামলার আসামী সুদের ব্যবসায়ী ও মাদকের সাথে জড়িত ব্যাক্তিরা।এলাকার ভালো পরিবেশকে অসুস্থ করে গড়ে তুলতে মাস্টার প্লানে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বিভিন্ন অনলাইন তথ্য  সম্প্রচার করিয়েছেন।

সংবাদকর্মীরা সমাজের ভালো খারাপ সব বিষয়গুলো তুলে ধরে তথ্য উন্মোচন করবে এটাই সাভাবিক,তবে নিউজ করার আগে একাধিক  ভালোভাবে পর্যবেক্ষণ করা অবশ্যক। আপনারা জাতির বিবেক দয়াকরে বিবেক কে বিক্রি করবেন না।

আমার বিরুদ্ধে যে তথ্য গুলো প্রচার করেছেন নিউজের ভাষাগুলো একবার যাচাই-বাছাই  করুন।কতটা কুরুচিপূর্ন ভাষায় নিউজ করেছেন,মনে রাখবেন আপনার লেখাগুলো পাঠকেরা পাঠ করে আপনাদের ও জনপ্রিয়তা থাকা বড়ই দরকার।বিচার শুধু জগতে নয় পরপারেও  বিচার আছে আল্লাহর বিচারে পার পাবেন না কেউ।অপরদিকে কাউন্সিলর এর ছোট  ভাই ইদ্রিস লোল্লা বলেন। সম্পূর্ণ চক্রান্ত করে বিভিন্ন পোট্রাল থেকে অনলাইন তথ্য সম্প্রচার করে চলেছে একটি কুচক্রীমহল।আমার ভাই সাইজ উদ্দিন মোল্লা  অত্র ওয়ার্ডের কাউন্সিলর,জনগনের ডাকে সাড়া দেওয়া তার দায়িত্ব ও কর্তব্য।কে কি বললো এটা বিষয় নয়,জনগনের পাশে থাকবে  জনগনের ডাকে সাড়া দিবে  কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লার পরিবারের নেশা এবং ।আমরা মানুষের কল্যানে কাজ করি।আমাদের বিরুদ্ধে যতই   অপকৌশল অবলম্বন করুক না  কোনো লাভ হবেনা। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে ও সত্যকে ঢাকা দেওয়া যায় না ।জনগনের আস্তা  ভালবাসায় সিক্ত সাইজ উদ্দিন মোল্লা। এক ধরনের কুচো কৃমহল জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করে লাভ হবে না ।আমার ভাইয়ের সাথে আমাকে জড়িয়ে আমাদের সন্তানদের জড়িয়ে নিউজ করা হয়েছে।কি অপরাধ করলে নিউজ করা যায় এটা আমার বোধগম্য নয়। সন্তান  কে জড়িয়ে পর্যন্ত নিউজ করা হয়েছে আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই।আসুন দেশের মানুষের  কল্যাণী ও  উন্নয়নে,গাজীপুর মহানগরের ,৩ নং ওয়ার্ডের উন্নয়নকল্পে একেঅপরের সহযোগীতা করি।কুচক্রীমহলকে বয়কট করি,মিথ্যা নিউজের প্রতিবাদ করি,সন্ত্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।নিজেদের ওয়ার্ডেকে আঁধুনিকতায় সাজাতে সকল শ্রেনী পেসার মানুষ আন্তরিকতার সাথে সলাপরামর্শ করে কাজ করি।মন থেকে সকল হিংসাবিদ্বেস অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।কাউকে হেয়প্রতিপন্ন করাথেকে নিজেরা সংযত হই।

আসুন সংঘাত নয় সমাধান চাই আপনি আমি ভাই ভাই।দৈনিক সামার কন্ঠ পত্রিকায় চোখ রাখুন যেই কোন ঘটনা ঘটে যাওয়া সংবাদ প্রকাশ করবে এটাই সত্য