আমার ভাই কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা বার বার ষড়যন্ত্রের শিকার বলেছেন। ইদ্রিস মোল্লা

- আপডেট টাইম : ০৪:৪০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / ১৮৭ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর ৩ নং ওয়ার্ড এর বার বার নির্বাচিত কাউন্সিলর কাশিমপুর থানা আওয়ামীলীগ এর ১ নং যুগ্ন সাধারন সম্পাদক জনগনের আস্থার প্রতিক আমার বড় ভাই সাইজ উদ্দিন মোল্লা বার বার ষড়যন্ত্রের শিকার।
কুচক্রী মহলের তৎপরতা বেড়েই চলছে। রাজনৈতিক প্রতিদন্ধি ও জামাত শিবিরের প্রেতাত্মা রা মিডিয়াকর্মীদের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়ে ভুল করিয়েই চলেছে এক ধরনের বিচারের ভার ওই মহান আল্লার নিকট দিলাম আল্লাহর বিচারে পার পাবেনা কেউ।আমার ভাই প্রত্যেকদিন প্রথম ভোর হতে গভীর রাত পর্যন্ত জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রাখে।
এলাকার মানুষের নিকট তিনি গরীবের কাউন্সিলর হিসাবে পরিচিত।সকল প্রকার সমস্যার সমাধানে তার অবদানের অন্ত নেই।স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ সকল প্রকার প্রতিষ্ঠানের প্রতি তার সজাগ দৃষ্টি।তিনি পরসম্পদ লোভী নয় তিনি দানবীর নামে পরিচিত।তাহর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ ও তার বিরুদ্ধে প্রকাশিত সকল মিডিয়ার সংবাদ মাধ্যমের তীব্র নিন্দা ও পৃরতিবাদ জানাই। আসুন সংঘাত নয় সমাধান চাই আপনি আমি ভাই ভাই।আসুন এই দেশটাকে সাজাই এই দেশের মানুষের মঙ্গল কামনায়।দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একেঅপরের সহযোগীতা করি। দলমত নির্বিশেষে মানুষের কল্যানে কাজ করি,আসুন দেশের কল্যানে কাজ করি।মন থেকে সকল হিংসাবিদ্বেষ অংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।দেশের সকল শ্রেনী পেশার মানুষের মঙ্গল কামনায় আমি অতি নগন্য মানুষ আপনাদেরই ভাই ইদ্রিস মোল্লা।চলবে