কোনাবাড়ি থানা আ.লীগের নেতার অনৈতিক ভিডিও ভাইরাল
- আপডেট টাইম : ১২:২৭:২১ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ৮০৫ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কোনাবাড়ি থানা আ.লীগের সভাপতি পদপ্রার্থী এ্যাড.আবদুর রহমান মাস্টারের সঙ্গে একজন নারীর অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত কয়েক দিন ধরে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মোবাইলে, ম্যাসেঞ্জারে, ইমো ও ফেসবুকে আপত্তিকর এ ভিডিওটি ছরিয়ে পরে।
ভাইরাল হওয়ার পর থেকে ওই ভিডিওটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে উপস্থিত পুরুষটি কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী এ্যাড.আবদুর রহমান মাস্টার বলে নিশ্চিত করেছেন কোনাবাড়ি থানা আওয়ামী লীগের একাধিক প্রবীণ নেতাকর্মী।
ভিডিওতে দেখা যায়, কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতি পদপ্রার্থী এ্যাড. আবদুর রহমান মাস্টার, একটি কক্ষে এক নারীর সাথে কিছুক্ষণ কথোপকথন চালাচ্ছেন। একপর্যায়ে ওই নারীকে আলিঙ্গন করছেন। তার কয়েক মুহুর্ত পরেই ওই নারীকে বিবস্ত্র করে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়েছেন। ২০ মিনিটের ওই ভিডিওটার পুরোটাই অশ্লীল কথোপকথন আর অনৈতিক কর্মকান্ডে ভরপুর।
এবিষয়ে কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী এ্যাড.আবদুর রহমান মাস্টারের ব্যবহৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে গাজীপুর মহানগর আ.লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেন, অশ্লীল এই ভিডিওগুলো কারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালো আর কি উদ্দেশ্যে ছড়ালো এবিষয়গুলো আগে খতিয়ে দেখা হবে। এ বিষয় দলীয় ফোরামে আলোচনা করা হবে। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী এবিষয় তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দলীয় ভাবমূর্তি ক্ষুর্ণ করেছে তারা যদি দলের হয় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।