বরগুনায় শাহী মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি
- আপডেট টাইম : ০৬:৪৯:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬ ৫০০০.০ বার পাঠক
বরগুনার বেতাগী উপজেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক বিবিচিনি শাহী মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মসজিদের মুয়াজ্জিন হানিফ হাওলাদার বলেন, প্রতি মাসের ৩০ তারিখ মসজিদ কমিটি দানবাক্সের তালা খুলে থাকেন। তবে যা চুরি হয়েছে, তাতে আনুমানিক কয়েক হাজার টাকা হতে পারে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় মুসল্লিদের সাথে কথা বলে জানা গেছে, ছোট ছোট দানবাক্স ভেঙে ৫-৬ হাজার টাকা চুরি হয়েছে। চুরির ঘটনা উন্মোচনে তৎপর রয়েছে পুলিশ।
মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন সাংবাদিকদের বলেন, মসজিদের মতো পবিত্র স্থানে চুরি হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনা শোনার পর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এমন ঘটনার সঠিক রহস্য উন্মোচন করা হবে।