কালো টাকায় ক্ষমতার অপব্যবহার করে বিতর্কিত নকশায় ঝুঁকিপূর্র্ণ ভবন নির্মাণ করছে হেরিটেজ
- আপডেট টাইম : ০৫:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৮২ ৫০০০.০ বার পাঠক
উত্তর শাহজাহানপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় হেরিটেজ এসেস্টস লিমিটেড নামক একটি কোম্পানী ঢাকার অলিতে গলিতে ক্ষমতার অপব্যবহার করে বহুতল ভবনের নকশা নিয়ে সেসব নকশারও ব্যত্যয় ঘটিয়ে একের পর এক বহুতল ভবন নির্মাণ করে যাচ্ছে। যেহেতু হেরিটেজ ক্ষমতা প্রয়োগ করে রাজউককে ম্যানেজ করে নকশা পাশ করিয়ে নিচ্ছে এবং সে নকশাও মানছেন না তারা তাহলে বলাই যায় এসব বহুতল ভবন এক একটি মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে যা উত্তর শাহজাহানপুরের স্থানীয়রা অনেকেই আতংকিত। কোম্পানী ও রাজউক উভয় সূত্রে জানা যায় একজন প্রভাবশালী ব্যাক্তির অবৈধ অর্থ হেরিটেজের মাধ্যমে বিনিয়োগ করে বৈধ করার চেষ্টা করে যাচ্ছেন হেরিটেজ।হেরিটেজের দূর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর একাধিক সাংবাদিক নেতা ও যাদের আমরা ভালো মানের সাংবাদিক হিসেবে চিনি তাদের একের পর এক দৈনিক সময়ের কণ্ঠের সম্পাদক ও রিপোর্টারকে ফোন করে তারা আর কোন সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন। এছাড়া সম্পাদক’কে সিআইডি অফিসে ডেকে নেন সিআইডির একজন উর্ধ্বতন কর্মকর্তা, তিনি রিপোর্টারের বিষয়ে কিছু এলোমেলো কথা বলে ভয় দেখানোর চেষ্টা করেন। এমন ঘটনা ঢাকা সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার ইউনিটি, ক্রাইম এসোসিয়েশনসহ আরও কিছু সাংবাদিক ইউনিয়নকে মৌখিকভাবে জানালে তারা হেরিটেজের এমন আচরনে ক্ষুদ্ধ হয়েছেন ও তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। দুদকের সাথে যোগাযোগ করলে তারা লিখিত অভিযোগ দায়ের করতে বলেছেন, অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিবেন বলে আশস্থ করেন দৈনিক সময়ের কণ্ঠকে। এছাড়া হেরিটেজের ৪৯০, উত্তর শাহজাহানপুরের বহুতল ভবনটিতে অনুসন্ধান করলে দেখা যায় সরু রাস্তায় ভবনটির নবম তলার কাজ চলমান। তথ্য সংবলিত সাইনবোর্ড না থাকায় ভবনটি কত তলা হবে তা জানা যায়নি। সরু গলিতে এ ধরনের ভবন নির্মাণের ক্ষেত্রে মোট জায়গার হিংসভাগ ছেড়ে পার্কিংয়ের ব্যবস্থা রেখে কিছুটা নিরাপদ করার নিয়ম থাকলেও হেরিটেজ তা করেনি। ভবনটির সামনে কিছুটা জায়গা ছাড়লেও তা ডেভিয়েশন করে ঝুঁকির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন। বামে কোন জায়গা না ছেড়ে পাশের ভবনটিকেও ঝুঁকিতে ফেলেছেন হেরিটেজ। ডানেও সামান্য জায়গা ছাড়ালেও সেখানেও রয়েছে ভয়াবহ ডেভিয়েশন। ভবনটিরপেছনের দিকে জায়গা না ছাড়ায় ভবনটি মৃত্যু কুপে পরিণত হয়েছে। হেরিটেজের ক্ষমতার অপব্যবহার, সম্পাদক ও রিপোর্টারকে হুমকি ও ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ ইত্যাদি বিষয়ে হেরিটেজের মোবাইলে বারবার যোগযোগ করার চেষ্টা করলে তারা মোবাইল ধরেননি। তবে হেরিটেজের ভবনগুলোর বিষয়ে রাজউক জোন ৬ এর অথরাইজড অফিসার জোটন দেবনাথ বলেছেন অতি দ্রুত হেরিটেজের ভবনগুলি পরিদর্শন করে আমরা উচ্ছেদ করবো ও আইনানুগ ব্যবস্থা গহন করবো। হেরিটেজের আরও খবর পড়ুন পরবর্তী সংখ্যায়.দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা