দেশে পৌঁছালো আরও ৫০ লাখ ডোজ করোনার টিকা
- আপডেট টাইম : ০৬:৩৪:৪৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ জানুয়ারি ২০২১
- / ২৫৪ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
দেশে আরও ৫০ লাখ ডোজ করোনার টিকা পৌঁছেছে। সোমবার সকাল ১০টা ৫৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিকাবাহী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি।
Nogod
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, বাংলাদেশের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ক্রয়চুক্তি সই করেছে। যার মাধ্যমে আগামী ৬ মাসে বাংলাদেশে আসবে ৩ কোটি ডোজ টিকা। আর তার প্রথম চালানে এ টিকা দেশে পৌঁছালো।
আরও পড়ুন: বাংলাদেশের হাতে উপহারের ২০ লাখ টিকা দিলো ভারত
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এই টিকা আনা হচ্ছে বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে।
ছবি: সংগৃহীত
এর আগে গত ২১ জানুয়ারি ভারতের জনগণের পক্ষ থেকে ২০ লাখ টিকা বাংলাদেশের জনগণের জন্য উপহার পাঠানো হয়। এই ৭০ লাখ টিকা দেশে রাখা ও বিতরণের সব প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে।
আরও পড়ুন: দেশে পৌঁছালো ২০ লাখ ডোজ করোনা টিকা
আগামী ২৭ ও ২৮ জানুয়ারি ঢাকায় ৪০০ থেকে ৫০০ জনের মধ্যে পরীক্ষামূলক টিকা প্রয়োগ হবে। তারপর ৮ ফেব্রুয়ারি টিকাদান শুরু হবে সারাদেশে