ভৈরবে আলোচনা শীর্ষ ১৮মন ওজনের রাজাবাবু
- আপডেট টাইম : ০৪:১০:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১৭৮ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের ভৈরবে উপজেলার তেয়ারীরচর পশ্চিম পাড়া গ্রামে কামিল শেখের বাড়িতে কুরবাণীর ঈদকে সামনে রেখে আলোচনার শীর্ষ রেহেনা বেগমের ১৮মন ওজনের রাজাবাবু নামের গরুটি।
কোরবানির ঈদকে ঘিরে গরু বেচাকেনা কাজে ব্যস্ত সময় পার করছে ব্যবসায়ীরা পাশাপাশী খামারীরা ও নিজেদের গরুগুলিকে প্রস্তুত করছেন,উপযুক্ত মুল্য বিক্রির জন্য,এমনি একজন ক্ষুদ্র গরু পালন কারী হলেন ভৈরব উপজলার শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম।
তিনি অত্যন্ত কষ্ট করে তেয়ারীরচর গাঁয়ে থেকেও অতি আদর যার মাধ্যমে কানা প্রকার রাসয়ানিক খাবার ও হাই পাওয়ার বোল্টেজ ইনজেকশান ব্যবহার না করে সম্পুর্ন দেশীয় খাবার খড়,ভুসি,খল, আপেল,মাল্টা,কলা এবং হাওরের তাজা ঘাস খাইয়ে মাতিয়ে তুলছেন ১৮ মন ওজনের রাজাবাবু নামের গরুটি,দাম চাচ্ছেন পাঁচলক্ষ টাকা, আলোচনা সাপেক্ষে দাম কম বেশি হতে পারে।
গরুটির মালিক রেহেনা বেগম বলেন ঃ- আমরা ভাটি অঞ্চলের মানুষ আমাদের বাহির প্রযার্প্ত পরিমান খোলা জায়গা না থাকার কারণ ঘরের ভিতর লালন-পালন করতাছি এটা আমার গাভীর ঘরের বাচ্চা আমি দীর্ঘ ৪ বছর ধরে নিজের সন্তানের মতো আদর করে কঠোর প্ররিশ্রম ও সাধনা করে গরুটিকে লালন-পালন করছি,আমি আশা করছি যে গরুটিকে যদি আমি উপযুক্ত মুল্য বিক্রি করতে পারি তাহলে আমি ভবিষ্যতে আরো বড় খামার করে ও গরু তুলতে পারবো আর আমাকে দেখে পরবর্তীতে আরো অনেক লোক খামার গড়ে তোলার জন্য উৎসাহিত হয়ে উঠবে এবং অনেক যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এ দেশের বেকারত্ব দূর হবে মনে করি।
রেহেনা বেগমের সাথে যোগাযোগ ফোন-+8801734908353