কুমিল্লায়-আইনজীবির অফিসে-ভাংচুর-দুষকৃতকারীদের হামলায়
- আপডেট টাইম : ০৫:১১:২৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ২১৯ ৫০০০.০ বার পাঠক
মোহাম্মদ আবু কাউসার তুষার।।
বাংলাদেশের কুমিল্লা জেলার সদরের ৩নং দঃ দূর্গাপুর মডেল ইউনিয়নের-দেীলতপুর গ্রামের-রেল গেট এর পূর্ব পাশে-ল এন্ড রিমিডি কর্পোরেট ল চেম্বার ও মানবাধিকার কার্যালয়ে হামলা ও চুরি হয়-তথ্য মতে জানা যায়। তথ্য মতে এও জানা যায়
– একটি চোর সিন্ডিকেট, তাদের ৭/৮জন সদস্য নিয়ে-ল হাউজের তালা ভেংগে-আনুমানিক তিন লাখ টাকা, মালামাল ও খুব গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে যাওয়ার সময় অফিসের অন্যান্য মালামাল ও সাইনবোর্ড ভেঙে যায়-গত ২৪/০৫/২২ইং মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার পরে। পরবর্তীতে ৯৯৯ এ কল করলে-পুলিশ এসে অভিযান চালিয়ে- এই কাজের সাথে সম্পৃক্ত একজনকে আটক করে। তথ্য মতে আটককৃত ব্যক্তির নাম নাম-মোহাম্মদ ফাহিম পিতা-মৃত মোহাম্মদ আলী ওরফে মৃত পন্ডিত মিয়া। চোরের জবানবন্দি অনুযায়ী জানা যায়-তারা গেল কয়েকদিন দশ হতে বারটি চুরি করে বিভিন্ন এলাকায়। তথ্যমতে ফাহিম কিশোর
গ্যং এর সাথে জড়িত।সে ও তার সংগীরা-ছায়াবিতান সহ দৌলতপুরের বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং পরিচালনা করত।উক্ত বিষয়টির সুষ্ঠ তদন্ত করে-দুষ্কৃতকারী ব্যক্তিদের আইনের আওতায় এনে-সাজা প্রদান করার জন্য-অনুরোধ জানান- কুমিল্লা জেলা পুলিশের প্রতি
-দৌলতপুর বাসী।