সময় টিভির বরিশাল ব্যুরো অপূর্ব অপুকে অপহরণের চেষ্টা: বিএমএসএফের উদ্বেগ

- আপডেট টাইম : ০৬:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ২১৪ ৫০০০.০ বার পাঠক
মোঃ শহিদুল ইসলাম।।
রোববার,২৯ মে, ২০২২: সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর উপর নগরীর শীতলা খোলা এলাকার মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে রোববার হামলা চালিয়ে প্রাইভেটকারে করে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক শাহিন হোসেন মল্লিক মামুনকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ।
সন্ধ্যায় বিএমএসএফের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান অবিলম্বে ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি করেন।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের যেকোন অন্যায়-অসঙ্গতি,অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবেই; তাই বলে তাদেরকে নির্যাতন, অপহরণের মত ঘটনা জাতি মেনে নেবেনা।