সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:২১:০১ পূর্বাহ্ণ, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ২০৭ ৫০০০.০ বার পাঠক
বিরামপুর (দিনাজপুর।।
টানা তিন দিন বন্ধ পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ আমদানি-রপ্তানি শুরু হয়েছে। চালু হয়েছে বন্দর অভ্যন্তরীণ সব ধরনের কার্যক্রম।
রোববার (২০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও সাপ্তাহিক ছুটিসহ শবেবরাত উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারত থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এই তিন দিন ভারত থেকে এবন্দরে কোন পণ্য আমদানি-রপ্তানি হয়নি। তিন দিন বন্ধের পর আজ সকাল থেকে যথারীতি নিয়মে আমদানি-রপ্তানিসহ বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করছে। তা আনলোড করে দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
আরো খবর.......