গাজীপুরের দক্ষিণ সফিপুরে বিয়ের তিন মাস পার না হতেই স্বামী-স্ত্রী একসঙ্গে গলাই ফাশদিয়ে আত্মহত্যা
- আপডেট টাইম : ১১:৫০:৫১ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
- / ২১৩ ৫০০০.০ বার পাঠক
মোঃ নাসির উদ্দন জেলা পতিনিধি গাজীপুর।।
শনিবার সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন দক্ষিণ সফিপুরে জাহাঙ্গীর হাওলাদার এরবাড়ীর,ভাড়াটিয়া, স্বামী- স্ত্রী আকাশ ও সালমা আক্তার আত্মহত্যা করেন।
নিহত আকাশ মিয়া( ২১) পিতা রহিদুল ইসলাম গ্রাম,। নিচুকাতিলা,থানা বাগমারা, জেলা রাজশাহী। স্ত্রী সালমা আক্তার আইরিন (১৮) পিতা মোঃ রনি মিয়া ,গ্রাম কাশিপুর, থানা,পার্বতীপুর, জেলা দিনাজপুর।খবর নিয়েজানা যায় দুজনেএক সঙ্গে সাহাবুদ্দিন স্পিনিং মিলে।
চাকুরির করতেন চাকুরীর সুবাদে তাদের দুজনের পরিচয় হয় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে,এক পর্যায় দুজন বিয়ে করেনতারা । তিন মাস
আগে বিয়ের হয় তাদের পরে আইরিন,দক্ষিণ বাগবেড় রেডিয়্যাল কার্টুন ফেক্টুরিতে চাকুরী নেয়।আর আকাশ মাঝে মধ্যে অটো রিকশা চালাতো,গত ২৫ ফেব্রুয়ারী শুক্রবার রাতে আকাশ আইরিনে বাবা মা সহ রাতে একসাথে খাওয়া দাওয়া করেন তারা পরে যার যার বাসায় চলে যায় তারা। সকালে আয়রিন ও আকাশ ঘুম থেকে না উঠলে আশে পাশের ভাড়াটিয়ারা, পশ্চিম পাশের জানালা দিয়ে দেখে দুজন গলায় ফাঁস দিয়ে জুলে আছে।
পরে তার তাড়া তাড়ী,বাড়ির মালিক জাহাঙ্গীরকে খবর দেয় আশে পশের ভারাটিয়ারা খবর পেয়ে দ্রুত ছুটে আসেন জাহাঙ্গীর ও তার ছেলে। পরে বাড়ীর মালিকের ছেলে রাসেল মিয়াপুলিশের হট,লাইনে ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে
ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীনআহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়,এ ব্যাপারে আইনি ব্যাবস্থা পক্রিয়াধীন রয়েছে।।